বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

মানবতাবিরোধী অপরাধ : ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

প্রতিবেদক
admin
অক্টোবর ২২, ২০২৫ ৪:০৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোরডটকম) মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার (২২ অক্টোবর) সকালে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, সকাল ৭টার কিছু পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেনাবাহিনীর প্রিজন ভ্যানে করে এই ১৫ জন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা সাধারণ পোশাকে ছিলেন। এরপর শুনানি শেষে সকাল সাড়ে ৮টার দিকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এই ১৫ জনের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত সেনা কর্মকর্তা। একজন কর্মকর্তা বর্তমানে অবসরকালীন ছুটিতে (এলপিআর) রয়েছেন। আদালতের নির্দেশে যাদের কারাগারে পাঠানো হয়েছে, তারা হলেন— র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন এবং কর্নেল আনোয়ার লতিফ খান (এলপিআর)।

এছাড়া আছেন র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম এবং বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলম।

তালিকায় আরও আছেন ডিজিএফআইয়ের সাবেক তিন কর্মকর্তা, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

এই ১৫ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা গুম, আটক, নির্যাতনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিলেন। মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, ২০০৯ সালের পর আওয়ামী লীগ সরকারের শাসনামলে গোপন অভিযান, বেআইনি আটক, এবং নির্যাতনের মাধ্যমে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে।

আলোচ্য তিন মামলার একটিতে ১৭ জন, অপরটিতে ১৩ জন এবং তৃতীয় মামলায় কয়েকজন সাবেক বিজিবি ও পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তবে এই ১৫ সেনা কর্মকর্তা আগে থেকেই সেনা হেফাজতে ছিলেন। আজকের আদেশের পর তাদের হেফাজত থেকে সরাসরি কারাগারে পাঠানো হয়। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বাস দুর্ঘটনায় একাধিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী আহত, নিহত এক

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ, পাস ৭০ শতাংশ প্রার্থী

বিরামপুরে শীতকালীন সবজির বিপুল আমদানী

হ্যাটট্রিকসহ ৫ উইকেটে বিশ্ব রেকর্ড গড়লেন ১৭ বছরের ফারহান

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

আব্দুল হামিদের দেশত্যাগ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা : জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব

কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাবে শনিবার বিকেল ৫টায়

গণভোট বিতর্ক রেখেই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ

ফুলবাড়ীর জমির বিরোধ করে প্রতিপক্ষরা কলাবাগার কেটে ফেলেন

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত