শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ‘খুব শিগগিরই’

প্রতিবেদক
admin
অক্টোবর ২৫, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও কাঠামো সম্পর্কিত সুপারিশপত্র ‘খুব শিগগিরই’ সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েও দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। আগের দিনের অসমাপ্ত আলোচনার ধারাবাহিকতায় আজকের অধিবেশন সম্পন্ন হয়।কমিশন আশাবাদ ব্যক্ত করেছে যে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশপত্র খুব শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া যাবে।’

তবে কমিশন কবে নাগাদ এই সুপারিশপত্র জমা দেওয়া হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি জানায়নি।

রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারনামা হিসেবে পরিচিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয় গত ১৭ অক্টোবর। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট এই সনদে স্বাক্ষর করে। পরে গণফোরামও এতে যোগ দেয়।

তবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রনেতাদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাম ধারার চার দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) ও বাসদ (মার্কসবাদী)—সংলাপে অংশ নিলেও সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল না এবং দলিলটিতে স্বাক্ষরও করেনি।

সনদ স্বাক্ষর হলেও এর বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের বিষয়ে দলগুলোর মধ্যে এখনো মতভিন্নতা রয়ে গেছে। এই বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনকে।

বুধবার ও বৃহস্পতিবার কমিশনের সদস্যরা বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। এরই অংশ হিসেবে শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে ফের বিশেষজ্ঞদের সঙ্গে বসে বিস্তারিত পর্যালোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরিফ ভূইয়া, ইমরান সিদ্দিক ও তানিম হোসেইন শাওন।

সভার আলোচনায় সনদ বাস্তবায়নের নানা প্রস্তাব পর্যালোচনা করা হয়, যেখানে সাংবিধানিক আদেশ জারি করার বিষয়টিও গুরুত্ব পায়।

কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন সহসভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া। এছাড়া জাতীয় ঐকমত্য প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জন আটক

তদন্তের নামে কালক্ষেপণ করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: আইজিপি

এবার ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় মামলা

৯ ডিসেম্বরে পার্বতীপুর প্রেসক্লাবের নির্বাচন সভাপতি পদে লড়ছেন এমকে টেলিভিশনের চেয়ারম্যান

তারেক রহমানের সংবর্ধনা: একদিকের সড়কে চাপ, অন্যত্র ফাঁকা ঢাকা

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া

৪ কারণে ভেঙেছিল চট্টগ্রামের সেই ব্রিজ, তদন্ত কমিটির ৪ সুপারিশ

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হবে কি না, রায় ২ সেপ্টেম্বর

সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত আবদুল্লাহ