(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা পাঁচ ম্যাচ হেরে সবার আগেই নিগার সুলতানা জ্যোতির দল বিদায় নিশ্চিত করে। ফলে লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে তারা নামবে নিয়মরক্ষার তাগিদে। আজ (রোববার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশ-ভারতের দ্বৈরথ বরাবরই রোমাঞ্চ ছড়ায়। যদিও শক্তির বিচারে বেশ এগিয়ে হারমনপ্রিত কৌরের দল। চতুর্থ দল হিসেবে তারা সেমিফাইনালে উঠেছে। ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে কথা বলেছেন টাইগ্রেস নারী দলের ব্যাটার সোবহানা মোস্তারি। বিশ্বকাপজুড়ে দর্শকদের সমর্থন ও প্রেরণার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

‘কিন্তু এই টুর্নামেন্টে দেখুন ৬-৭টা হাফসেঞ্চুরি হয়েছে। আমার মনে হয় (ব্যাটিংয়ে) একটা উন্নতি হয়েছে আমাদের। কারণ হাফসেঞ্চুরি করা একেবারে সহজ না’, আরও যোগ করেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার। -নিউজ ডেস্ক



















