(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬)-এর নির্বাহী কমিটির সভা ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, সদস্যদের পেশাগত সুযোগ-সুবিধা এবং ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাদাকাত আলী খান। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন: সহ-সভাপতি: মোঃ ফারুক হোসেন, অর্থ সম্পাদক: আব্দুস সালাম, এছাড়াও নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
কার্যনির্বাহী কমিটির এই সভায় ইউনিয়নের সদস্যদের কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে জোর দেওয়া হয়। পাশাপাশি, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়।
অন্যদিকে, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর -২৯৩৬ এর এর আয়োজনে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিক্ষোভ সমাবেশটি আগামী ১ নভেম্বর ২০২৫, সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব (কালিতলা) স্পটে অনুষ্ঠিত হবে। সংগঠনটি এই সমাবেশে সকল সাংবাদিককে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।
সভায় উপস্থিত নির্বাহী কমিটির সদস্যগণ সংগঠনের লক্ষ্য অর্জনে তাঁদের ঐক্যবদ্ধ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভাপতি মোহাম্মদ সাদাকাাত আলী খান তাঁর বক্তব্যে সংগঠনের সকল সদস্যকে পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করার এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ইউনিয়নকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

 
                    








 
                                     
                                     
                                     
                                    








