আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সংকটের মুখে দাঁড়িয়ে সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে দিনাজপুরের তরুণ প্রজন্ম যেন এক নতুন অঙ্গীকার নিল। ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ)-এর আয়োজনে এবং চাঁদগঞ্জ এ.এস.এম. দ্বি-মুখী হাই স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত হলো “ক্লাইমেট ক্যাম্প ২.০”। প্রায় ২০০ জন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ক্যাম্প জলবায়ু সচেতনতা ও পরিবেশ রক্ষায় একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
(৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার) দিনব্যাপী কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কৌশল, প্লাস্টিকের ক্ষতিকর দিক এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘জলবায়ু বিষয়ক কুইজ প্রতিযোগিতা’ ক্যাম্পে উৎসবের আমেজ যোগ করে। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ফলজ চারা গাছ, যা পরিবেশ রক্ষায় কার্যকর প্রতীক হিসেবে দারুণ প্রশংসা পেয়েছে।
চাঁদগঞ্জ এ.এস.এম. দ্বি-মুখী হাই স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং ভিএসডিএ এর সহ-সভাপতি মোঃ সেলিম ইসলাম-এর সঞ্চালনায় ক্যাম্পটি পরিচালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন এখন শুধু বিজ্ঞানীদের আলোচনার বিষয় নয়, এটি আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মই পারে সবুজ পৃথিবী গড়ার নেতৃত্ব দিতে। আজকের এই ক্যাম্প সেই অঙ্গীকারের প্রতিফলন।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, পরিবেশকর্মী কনিকা রহমান পারুল এবং
ভিএসডিএ এর সিনিয়র অফিসার আবু জাফর তরুণদের এই উদ্যোগে প্রেরণা জোগান।
অনুষ্ঠানে ইয়ুথ লিড কমিটি-২৫ এর সভাপতি মোঃ শামীম হোসেন, সাধারণ সম্পাদক কোলি পূর্ণিমা লুসি সরেণ এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী ২০০ জন শিক্ষার্থী দিনভর জলবায়ু বিষয়ক জ্ঞান আহরণ করে। সবশেষে, অতিথি ও শিক্ষার্থীদের সম্মিলিত বৃক্ষরোপণের মাধ্যমে ক্যাম্পের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।



















