(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দেশের চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এফসিপিএস ডিগ্রি সম্পন্ন না করেও নামের পাশে ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে তাকে এই নোটিশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত নোটিশ তাকে পাঠানো হয়।
নোটিশে জাহাঙ্গীর কবিরকে উদ্দেশ করে বলা হয়, আপনি এফসিপিএস ডিগ্রি সম্পন্ন না করে নামের পাশে উক্ত ডিগ্রি লিখে চিকিৎসাকার্য পরিচালনা করছেন। এই মর্মে অত্র কাউন্সিলকে অবগত করেন অধ্যাপক আবুল বাসার মো. জামাল, সচিব, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) (ফটোকপি সংযুক্ত)। আপনি উক্ত ডিগ্রি সম্পন্ন না করে এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন ছাড়া এ ধরনের ডিগ্রি ব্যবহার স্পষ্টতই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে ডিগ্রি ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করে বিএমডিসি থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।



















