(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন দেশের ৪০২ জন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক। আন্দোলনকারীরা জানিয়েছেন, অনশনে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি’ এই ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমাদের দাবি পূরণ না হলে ১১ নভেম্বর দুপুর ১টা থেকে অর্ধদিবস অনশন শুরু করব, আর ১২ নভেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচি পালন করা হবে। অনশনে কোনো শিক্ষক অসুস্থ বা ক্ষতিগ্রস্ত হলে তার দায় শিক্ষা উপদেষ্টাকে নিতে হবে।
এর আগে গত ৫ নভেম্বর শিক্ষকরা ঘোষণা দিয়েছিলেন, ১১ নভেম্বর বেলা ১২টার মধ্যে জাতীয়করণের ঘোষণা বাস্তবায়িত না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। টানা ২৪ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকরা।
সম্প্রতি অন্তর্বর্তী সরকার স্বীকৃতিপ্রাপ্ত এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন বলে জানা গেছে। তবে আন্দোলনরত শিক্ষকরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।
বক্তারা আরও বলেন, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ১৯৮৪ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতি পায়। ১৯৯৪ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এগুলোও অনুদানভুক্ত হওয়ার কথা থাকলেও মাত্র ১,৫১৯টি মাদরাসা অনুদানভুক্ত হয়। সেই থেকে শুরু হওয়া বৈষম্য এখনো চলছে। বৈষম্য নিরসনে অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে দ্রুত এমপিওর আওতায় আনা হোক এবং গণবিজ্ঞপ্তি জারি করা হোক তারা এমন দাবি জানান। -নিউজ ডেস্ক



















