সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ৬

প্রতিবেদক
admin
নভেম্বর ১০, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের রাতভর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন।

দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন এর দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনায় গত ১০ নভেম্বর ভোররাতে বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর এলাকায় মো. শফিকুল ইসলামের বাড়ির পেছনের হাঁসের খামারে অভিযান চালানো হয়। এসময় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাহারোল উপজেলার রামপুর এলাকা থেকে আরও একজন সহযোগীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. শহিদুল ইসলাম (৩৮) সে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মহব্বতপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে। মো. শফিকুল ইসলাম (৩২) একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। মো. আমিনুল ইসলাম (৩০) কাহারোল উপজেলার রামপুর গ্রামের সারোয়ার হোসেনের ছেলে।

অন্যদিকে, গত ৯ নভেম্বর বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে মো. আনিছুর রহমান (৪৫) কে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে হাকিমপুর উপজেলার বিশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এরফান আলী (৩৫) নামের আরও একজনকে তার নিজ বাড়ি থেকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এছাড়াও, চিরিরবন্দর উপজেলায় পৃথক আরেক অভিযানে আরও একজন মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের বিশেষ দল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। মাদকবিরোধী অভিযানে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দলের হিড়িক, নিবন্ধনের আবেদন ৬৫টির

ভুয়া সনদে নিয়োগ, সাবেক অধ্যক্ষসহ চিকিৎসকের বিরুদ্ধে চার্জশিট

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২১ দফার প্রস্তাবে যা আছে

বিরামপুরে আদিবাসী ফুটবল টুর্ণামেন্ট শুরু

আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা ফখরুলের

খানসামা মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি মাসুদ, সম্পাদক জসিম

দিনাজপুরে পলাতক আসামি আ.লীগ নেতা শাহ আলম গ্রেফতার

দেশজুড়ে অব্যাহত বৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

ঈদের ছুটিতে দুই দিনে পানিতে ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু

বিকেলে বিসিবির জরুরি সভা, দায়িত্ব নেবেন নতুন সভাপতি