সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ৬

প্রতিবেদক
admin
নভেম্বর ১০, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের রাতভর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন।

দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন এর দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনায় গত ১০ নভেম্বর ভোররাতে বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর এলাকায় মো. শফিকুল ইসলামের বাড়ির পেছনের হাঁসের খামারে অভিযান চালানো হয়। এসময় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাহারোল উপজেলার রামপুর এলাকা থেকে আরও একজন সহযোগীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. শহিদুল ইসলাম (৩৮) সে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মহব্বতপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে। মো. শফিকুল ইসলাম (৩২) একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। মো. আমিনুল ইসলাম (৩০) কাহারোল উপজেলার রামপুর গ্রামের সারোয়ার হোসেনের ছেলে।

অন্যদিকে, গত ৯ নভেম্বর বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে মো. আনিছুর রহমান (৪৫) কে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে হাকিমপুর উপজেলার বিশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এরফান আলী (৩৫) নামের আরও একজনকে তার নিজ বাড়ি থেকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এছাড়াও, চিরিরবন্দর উপজেলায় পৃথক আরেক অভিযানে আরও একজন মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের বিশেষ দল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। মাদকবিরোধী অভিযানে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

চাকরি হারালেন সেই সহকারী কমিশনার বিতর্কীত তাপসী তাবাসসুম ঊর্মি

মেহেরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালন: গুড নেইবারস বাংলাদেশের সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু

লাদাখের আন্দোলন মোদি সরকারের জন্য কতটা চিন্তার?

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের অনুমোদন

পদত্যাগ চেয়ে জুলাই শহীদ পরিবারের বিক্ষোভ, যা বললেন আসিফ নজরুল

শামীম ওসমানের ৪৫০ কোটির সন্দেহজনক লেনদেন, দুদকের ২ মামলা

দিনাজপুরে গড়ে প্রতিদিন ২ কোটি টাকার টমেটো বেচাকেনা হয়!

আমি নির্দেশনা দিয়েছি, এখন লিথাল ওয়েপন ব্যবহার করবে: হাসিনা

২০১৮ সালের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ স্থগিত