শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

খুদে কৃষকদের অভাবনীয় উদ্যোগে হাসি ফুটল ফুলবাড়ীর চাষিদের মুখ

প্রতিবেদক
admin
নভেম্বর ১৪, ২০২৫ ৪:৪০ পূর্বাহ্ণ

মো. ইসমাইল হোসেন (দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম) এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একদল স্কুলপড়ুয়া শিশু-কিশোর। তাদের উদ্ভাবনী এবং মজার একটি উদ্যোগের মাধ্যমে এলাকার ভুট্টাচাষিরা যে শ্রমিক-সংকটে ভুগছিলেন, তার সমাধান হয়ে গেল এক নিমেষে। শুধু তাই নয়, এর ফলে শিশুদের মধ্যে তৈরি হচ্ছে কৃষিকাজের বাস্তব অভিজ্ঞতা ও একতাবোধ।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এখন চলছে আগাম জাতের ভুট্টা রোপণের ভরা মৌসুম। কিন্তু প্রথাগত শ্রমিক পাওয়া কঠিন হওয়ায় এবং তাদের মজুরি অনেক বেশি হওয়ায় চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ছিল। ভুট্টা রোপণের কাজ সাধারণত সকাল ও বিকেলে অল্প সময়ের জন্য করতে হয়, যার জন্য প্রাপ্তবয়স্ক শ্রমিকেরা সহজে আসেন না।
এই প্রতিকূলতার মধ্যেই আশার আলো দেখাল ১০ থেকে ১৫ জনের একটি খুদে কৃষকের দল। স্কুল ছুটির দিন বা স্কুলের আগে-পরে হাতে কাজ না থাকলে, তারা দল বেঁধে নেমে পড়ে ভুট্টা রোপণের কাজে।

তাদের এই কাজের মূল আকর্ষণ হলো চড়ুইভাতি (পিকনিক) কৃষকের কাছ থেকে নগদ অর্থের চেয়ে একটি জমজমাট পিকনিকের প্রতিশ্রুতিই তাদের কাছে বেশি উদ্দীপক। এই চড়ুইভাতিতে অনেক অভিভাবকও অংশগ্রহণ করেন, যা সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।

খুদে কৃষকরা বলেন, আমাদের মূল আকর্ষণ ওই চড়ুইভাতি। অল্প সময়ের কাজ বলে মা-বাবা কিছু বলে না। আমরা সকালে হোটেলে খিচুড়ি খাই আর ৫০-১০০ টাকা পাই, যা দিয়ে স্কুলের টিফিন হয়ে যায়। কোনো কাজই ছোট নয়, আমাদেরও অভিজ্ঞতা হলো।

এই খুদে দলটির কাজ করার পদ্ধতিও বেশ সংগঠিত। তাদের দলে থাকে একজন (সরদার), যে কাজের জন্য জমি ঠিক করে এবং ১৫ ইঞ্চি পরপর লাল দাগ দেওয়া পাটের সুতলি ব্যবহার করে বীজ রোপণের দূরত্ব ঠিক রাখে।

শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর ও দাদপুর এলাকায় দেখা যায়, খুদে কৃষকেরা পাশাপাশি সারিবদ্ধ হয়ে কাজ করছে। তাদের গতি দেখে চমকে উঠতে হয়। তারা মাত্র এক ঘণ্টাতেই এক বিঘা জমিতে ভুট্টা রোপণ করতে পারে।

ভুট্টাচাষি সুমন বলেন, বর্তমান সময়ে শ্রমিক পাওয়া অনেক কঠিন। তাই স্কুল ছুটির দিনে প্রতিবেশী ভাই-ভাতিজাদের দিয়ে ১ বিঘা জমির ভুট্টা লাগিয়েছি। এতে তারা ছোট থেকে কৃষিকাজের বাস্তব অভিজ্ঞতা পেল। তাদেরকে পিকনিকের খরচ করে দিয়েছি।
অভিভাবকেরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ছেলেমেয়েরা যখন মোবাইল ও ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে, তখন ছুটির দিনের অবসর সময় তারা কৃষিকাজে ব্যয় করছে। এতে তাদের কৃষিকাজের বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি একে অন্যের সঙ্গে সামাজিক সম্পর্কের উন্নতি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ বলেন, ফুলবাড়ী উপজেলায় এবার ৪ হাজার ১০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। ভুট্টা রোপণে যান্ত্রিকীকরণ এখনো সহজলভ্য না হওয়ায় শ্রমিক-সংকট থাকতেই পারে, কিন্তু এই খুদে কৃষকদের উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণামূলক।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে অটোচালক  রাব্বি হত্যার জের : অটো উদ্ধার ও তিন জন গ্রেফতার

শামীম ওসমানের ৪৫০ কোটির সন্দেহজনক লেনদেন, দুদকের ২ মামলা

মিনায় শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা: আরাফাতের অপেক্ষায় আল্লাহর মেহমানরা

১৬ অক্টোবরের মধ্যে নিবন্ধন চায় নতুন ১০ রাজনৈতিক দল

খালিদ ও রুকু মনি দম্পত্তির প্রথম কন্যা সন্তানের আগমনে আনন্দে দিশেহারা পরিবার

টানা বৃষ্টিতে জলমগ্ন অনেক এলাকা, দুর্ভোগ চরমে

দিনাজপুরে গড়ে প্রতিদিন ২ কোটি টাকার টমেটো বেচাকেনা হয়!

প্রেসক্লাবে আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ

দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা : ভন্ড পীর জীবন চৌধুরীকে গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল