রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

কবরস্থানে চাঁদাবাজি, বিএনপি নেতা আরমান গ্রেফতার

প্রতিবেদক
admin
নভেম্বর ১৬, ২০২৫ ৪:৩২ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তার নাম আরমান মিয়া।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে আজিমপুর সুপার মার্কেট থেকে গ্রেফতার করে তাকে লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতার আরমান ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।

জানা যায়, আজিমপুর কবরস্থানের ঠিকাদার সুমন চৌধুরীর কাছে আরমান মিয়ার নেতৃত্বে একটি চক্র ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে না চাইলে ব্যবসা বন্ধ করে এলাকা ছেড়ে দিতে হুমকি ও প্রাণনাশের ভয় দেখানো হয়।

২৬ অক্টোবর বিকেলে চক্রটি ঠিকাদার সুমনকে গালাগালি ও হুমকি দেয় এবং পরে সুপার মার্কেটের নিচ তলায় আরমানের অফিসে নিয়ে গিয়ে মারধর করে। এ ঘটনায় কয়েকদিন ভয়ে ঠিকাদার এলাকা ছেড়ে থাকতে বাধ্য হন।

এরপর পরিবারের সদস্যদের পরামর্শে কয়েকদিন পর থানায় একটি মামলা করেন সুমন।

লালবাগ থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, ‘গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

সর্বশেষ - আর্ন্তজাতিক