(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ধানমন্ডি-৩২ এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবের ভাঙা বাড়ির বাকি অংশ ভাঙতে আসা লোকজনকে সরিয়ে দিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। এসময় তাদের ধাওয়া দেওয়ার পাশাপাশি ছত্রভঙ্গ করতে তিনটি সাউন্ড গ্রেনেড মারে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজ এলাকা থেকে একটি বুলডোজার নিয়ে রওনা হয় জুলাই যোদ্ধারা। পরে তারা দুপুর সাড়ে ১২টার দিকে সেই বুলডোজার নিয়ে ধানমন্ডি-৩২ এর পূর্ব পাশের সড়কে জড়ো জন।
এরপর তারা ১ টা ০৭ মিনিটের দিকে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা একযোগে তাদের ধাওয়া দিলে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়।
একপর্যায়ে আন্দোলনকারীরা পান্থপথের মোড়ের দিকে গিয়ে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট- পাটকেল মারতে শুরু করে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। তবে তাদের নাম জানা যায়নি।
এরপর পুলিশ ও সেনাবাহিনী তাদের ধাওয়া দিলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলে তারা আবারও জড়ো হয়ে পুলিশকে ধাওয়া দেয়। এতে পুলিশ সদস্যরা পিছু হটে। পরে পুলিশ আবারও তাদের ধাওয়া দেয় এবং লাঠিপেটা করে।
পুলিশ অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড মারে। দুপুর ১ টা ৯ ও ১০ মিনিটে পরপর দুটি সাউন্ড গ্রেনেড মারা হয়। এতে জুলাই যোদ্ধা থেকে শুরু করে সেখানে আসা লোকজন ছোটাছুটি করে পালিয়ে যায়।
বর্তমানে ধানমন্ডি ৩২ এলাকা পুলিশ ও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। -ডেস্ক রিপোর্ট



















