(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) মুশফিকুর রহিমের শততম মাইলফলক টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৬৮ রানের রেকর্ডগড়া জুটি গড়েছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। আজও (বুধবার) দুজনের ব্যাটে স্বাগতিকরা দারুণ সূচনা পায়। কিন্তু থিতু হয়েও উভয়েই ফিরেছেন হাফসেঞ্চুরি হাতছাড়া করে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টিকতে পারলেন না। সাদমান-জয়ের পর তাকেও ফেরালেন অভিজ্ঞ আইরিশ স্পিন অলরাউন্ডার ম্যাথু ম্যাকব্রাইন। দারুণ শুরু করা সাদমান-জয় শেষদিকে বেশ সংগ্রাম করেছেন। ফলে ৮৮ বলে কোনো বাউন্ডারি পায়নি বাংলাদেশ। শান্ত সেই খরা কাটালেন ম্যাকব্রাইনের বলে লং অনে ছয় হাঁকিয়ে। কিন্তু পরের বলেই অফস্টাম্প হারালেন তিনি (৮)।
আইরিশ অফ স্পিনার বলটি ফেলেছিলেন অফ স্টাম্পের বেশ বাইরে। কিছুটা লাফিয়ে ওঠা বলটি ভেতরের দিকে হালকা বাঁক নিতেই শান্ত সামলে উঠতে পারেননি। বল তার ব্যাটে এজ হয়ে ভেঙে দেয় অফ স্টাম্প। বাংলাদেশ তৃতীয় উইকেট হারাল ৯৫ রানে। এর আগে ভালো শুরুর পরও এই ম্যাকব্রাইনের বলেই উইকেট খুইয়েছেন দুই ওপেনার। সাদমান ব্যক্তিগত ৩৫ রানে আউট হয়েছেন এলবিডব্লিউ হয়ে। আম্পায়ার অবশ্য প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে সফল হয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।



















