(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজধানীর শাহবাগে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের লাঠিচার্জে পাঁচজন প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থী আহত হন।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
আহতরা হলেন— মো. শাহিন (২৮), আশিকুর রহমান (২৯), শাকিল আহমেদ (২৮), রিয়াজ (২৭) ও আবরার শাহরিয়ার উল্লাস (২৮)।
শাকিল আহমেদ বলেন, প্রিলিমিনারি পরীক্ষার ফলের পর অন্তত ২৪০ দিন থেকে তার অধিক লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতির সময় পাওয়া যায়। এমনও পরীক্ষা আছে যেখানে ১৪ মাস পরও লিখিত পরীক্ষা হয়েছে। কিন্তু তারা আমাদের কয়েক মাস সময় দিতে পারত, না দিয়ে লাঠিচার্জ করেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শাহবাগ এলাকা থেকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রার্থীদের আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।



















