(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২০২৬–২০২৮ কার্যকালীন মেয়াদের জন্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেন। শপথ পরিচালনা করেন দলটির আভ্যন্তরীণ প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাছুম। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তিলাওয়াত করেন বান্দরবান জেলা আমীর মাওলানা আব্দুস সালাম আজাদ। সপথ নেওয়ার সময় শফিকুর রহমানকে আবেগপ্রবণ হতে দেখা যায়।
শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন; বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা, এলডিপি, গণঅধিকার পরিষদ, বিএনপি-অ্যালাইড কয়েকটি দল এবং অন্যান্য ইসলামী রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী পরিষদের সদস্য ও নির্বাচন কমিশনার মো. আব্দুর রব।
শপথের পর বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দলীয় সদস্যরা যে দায়িত্ব তার ওপর অর্পণ করেছেন, তিনি নিজেকে তার উপযুক্ত মনে না করলেও আল্লাহর ওপর ভরসা রেখে সহযোগীদের নিয়ে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করে যাবেন। নিজের ভুলত্রুটি দেখলে সমালোচনা ও সংশোধনের আহ্বান জানান তিনি।
দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা ও দমন-পীড়নের প্রসঙ্গ তুলে ডা. শফিক বলেন, গত সাড়ে ১৫ বছরে জামায়াতের বহু নেতা-কর্মী নিহত, আহত ও কারাবরণ করেছেন। তিনি ওইসব পরিবার এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলনসহ বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।
এ সময় ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’—এ তরুণদের ভূমিকার কথাও উল্লেখ করেন দলের নবনিযুক্ত আমীর। জাতীয় স্বার্থে সামনের দিনগুলোতেও তরুণরা দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের তাওফিক কামনা করেন ডা. শফিক। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ অব্যাহত রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ও সংবিধানসম্মত অধিকার নিশ্চিতকরণের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান নবশপথ নেওয়া আমীর ডা. শফিকুর রহমান। -ডেস্ক রিপোর্ট



















