আব্দুস সালাম হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে সুইহারী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (সুইহারী ক্যাথলিক চার্চ, দিনাজপুর) এর ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
০৫ ডিসেম্বর-২০২৫ শুক্রবার শহরের সুইহারী নভারা উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম।
সমিতির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিলারিউস কর্মকার এর সভাপতিত্বে সম্মানিত ও আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রদেশের বিশপ মিস্টার সেবাস্টিয়ান টুডু, সুইহারী ক্যাথলিকের পাল পুরোহিত ফাদার পাওলো পারলস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির চেয়ারম্যান হিলারিউস কর্মকার। সমিতির সেক্রেটারী যোহন মুরমু এর সঞ্চালনায় এ সময় মঞ্চে বর্তমান ব্যবস্থাপনা কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথমে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় সংগীত ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও মৃত সদস্য-সদস্যাদের আত্মার কল্যাণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও প্রার্থনা করা হয়।
শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সমিতির পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।



















