শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৬, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) নিত্যপণ্য পেঁয়াজের বাজার হঠাৎ অস্থির হয়ে উঠেছে। হু হু করে বাড়ছে পণ্যটির দাম। এই অবস্থায় পেঁয়াজের বাজার স্থিতিশীল ও সহনীয় রাখতে সীমিত আকারে পণ্যটি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ৭ ডিসেম্বর থেকে প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে এবং প্রতি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে।

শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্ট ২০২৫ থেকে এখন পর্যন্ত যারা আমদানি অনুমতির জন্য আবেদন করেছিলেন, তারাই কেবল পুনরায় আবেদন দাখিল করতে পারবেন। প্রতিটি আমদানিকারক একবারই আবেদন করার সুযোগ পাবেন।

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।

Onion02

ডিসেম্বরে গত কয়েক বছর ধরেই অস্থির হয়ে উঠে পেঁয়াজের বাজার। এবারও দেশের বেশির ভাগ বাজারে সরবরাহ কমার কারণ দেখিয়ে পেঁয়াজের কেজিতে ৫০ টাকা বাড়ানো হয়েছে। মাত্র তিন দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছিল, যা এখন বেড়ে ১২০-১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নতুন পাওয়া মুড়িকাটা পেঁয়াজও ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজ ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তাদের মতে, দেশীয় পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় সরবরাহ হ্রাস পেয়েছে।

তবে বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতি বছর এ সময় মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে পেঁয়াজের দাম বাড়াতে তৎপর হয়ে ওঠে। গত মৌসুমে কৃষকরা ন্যায্য দাম না পেয়ে পেঁয়াজ বিক্রি করে দিয়েছেন, বর্তমানে যা অসাধু মজুতদারদের নিয়ন্ত্রণে রয়েছে। মজুতদাররা সিন্ডিকেট গঠন করে পেঁয়াজ বাজারে আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি করছে এবং দাম বাড়াচ্ছে। এ ছাড়াও, তারা দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে ভারত থেকে আমদানি বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছে।- নিউজ ডেস্ক

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে জাতীয় সমাজ সেবা দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক : সিইসি

ভ্রাতৃত্ব ও সমৃদ্ধির বাংলাদেশ চায় ছাত্রশিবির

কেন ‘জুলাই’ অনিবার্য হয়ে উঠেছিল, জানালেন আসিফ মাহমুদ

প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল

সাপোর্ট প্রকল্প বদলে দিচ্ছে নবাবগঞ্জের প্রান্তিক জীবনের চিত্র

জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশের সুপারিশ করবে কমিশন

ডাকসুর বিজয়ীদের অভিনন্দন, শিবির নাম প্রচার নিয়ে প্রশ্ন সালাহউদ্দিনের

দিনাজপুর রেলস্টেশনে অপরিচ্ছন্ন পরিবেশ ডিআরএম’র অসন্তোষ

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের মিশন শুরু বাংলাদেশের