মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিরামপুরে রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা ও বিভিন্ন প্রতিষ্ঠান।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা। একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ম-ল আবুল, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাস্টার, পৌর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ইছাহাক আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বিপুল কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধূরী, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মানিক, বিরামপুর প্রেসক্লাব কলাবাগানের আহবায়ক শাহ আলম মন্ডল ও অন্যান্যরা । অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।



















