মো. ইসমাইল হোসেন, (দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম) দিনাজপুর জেলা শিল্পকলা ও উদ্যোক্তা উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উদ্যোগে এবং দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দিনাজপুরের গোর-এ-শহিদ বড়মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন উপলক্ষে বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিকাল সাড়ে ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলার জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, উদ্যোক্তা, দর্শনার্থী এবং বিসিক দিনাজপুরের কর্মকর্তা-কর্মচারীরা।
মেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃ আবু বকর ছিদ্দীক, বিসিক শিল্প মালিক সমিতি দিনাজপুরের সভাপতি মোঃ মোছাদ্দেক হোসেন এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) দিনাজপুরের সভাপতি জনাব মোঃ মতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপমহাব্যবস্থাপক মোঃ জাহেদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে তাঁরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ সৃষ্টি, স্থানীয় শিল্প উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।



















