শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

শাহবাগী নাস্তিক থেকে হিন্দু হওয়া সানিউরের হাতে ভারতে সস্ত্রীক হেনস্থার শিকার খ্রিস্টান যাজক

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৬, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ভারতের গাজিয়াবাদে একজন খ্রিস্টান যাজক এবং তাঁর স্ত্রীকে হেনস্থা করার একটি ভিডিও ব্যাপকভাবে ক্ষোভের সৃষ্টি করেছে। মানবাধিকার গোষ্ঠী এবং চার্চ সংগঠনগুলো এই ঘটনাকে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে স্পষ্ট ভীতি প্রদর্শন এবং বিদ্বেষমূলক ভাষণের উদাহরণ হিসেবে বর্ণনা করেছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, শ্রী সত্যনিষ্ঠ আর্য (যিনি সানিউর রহমান নামেও পরিচিত) জনসমক্ষে যাজক রাজু সদাশিবম এবং তাঁর স্ত্রীকে জেরা করছেন। ফুটেজে আর্যকে তাঁদের বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে, খ্রিস্টধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে এবং আক্রমণাত্মকভাবে ওই দম্পতির ভিডিও রেকর্ড করতে দেখা যায়। আর্য কোনো প্রমাণ ছাড়াই তাঁদের ধর্মান্তরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলায় যাজক ও তাঁর স্ত্রীকে দৃশ্যত আতঙ্কিত দেখাচ্ছিল।

সানিউর রহমান একজন বাংলাদেশী ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট।২০১৩ সালের ৭ মার্চ রাতে ঢাকার মিরপুর এলাকায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তার ওপর চাপাতি দিয়ে হামলা চালায়।

চার্চের নেতৃবৃন্দ ও অ্যাক্টিভিস্টরা জানিয়েছেন, এই ভিডিওটি একটি উদ্বেগজনক প্রবণতাকে প্রতিফলিত করে যেখানে খ্রিস্টান যাজকদের ক্রমশ পথিমধ্যে থামানো হচ্ছে, ভিডিও করা হচ্ছে এবং জোরপূর্বক ধর্মান্তরের জনসমক্ষে অভিযোগ আনা হচ্ছে।

চার্চের এক প্রতিনিধি বলেন, “এটি বাকস্বাধীনতা বা বিতর্ক নয়। এটি সরাসরি ভীতি প্রদর্শন।” তিনি আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ড সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর, বেঙ্গালুরুর কোরামঙ্গলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কারণ আর্যের অন্য একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁকে একটি খ্রিস্টান প্রার্থনা অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে। পুলিশ স্পষ্ট করেছে, তিনি কর্ণাটকের বাসিন্দা নন এবং পরবর্তী পদক্ষেপের জন্য একটি ‘নন-কগনিজেবল’ রিপোর্ট (এনসিআর) দায়ের করা হয়েছে।

ভারতে নির্বাসিত বাংলাদেশি নাগরিক সানিউরের একটি বিতর্কিত অতীত রয়েছে। তিনি আগে একজন স্বঘোষিত নাস্তিক এবং ব্লগার হিসেবে পরিচিত ছিলেন।তিনি বাংলাদেশের শাহবাগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। চরমপন্থীদের হামলার শিকার হয়ে তিনি দেশ ত্যাগ করেন। ভারতে আশ্রয় নেওয়ার পর পশ্চিমবঙ্গের যুক্তিবাদী এবং মানবতাবাদী গোষ্ঠীগুলো তাঁকে ধর্মীয় উগ্রবাদের শিকার হিসেবে দেখে সাহায্য করেছিল।

যাই হোক, বছরের পর বছর ধরে তিনি আমূল আদর্শিক পরিবর্তন ঘটিয়েছেন। তিনি নিজের নাম পরিবর্তন করে শ্রী সত্যনিষ্ঠ আর্য রাখেন, প্রকাশ্যে নাস্তিকতা বর্জন করেন এবং হিন্দুত্ববাদী আদর্শের সাথে যুক্ত হন। তাঁর সোশ্যাল মিডিয়া কন্টেন্টে ক্রমশ সাম্প্রদায়িক বাগাড়ম্বর বৃদ্ধি পেয়েছে, যেখানে মুসলিম, খ্রিস্টান এবং রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে আক্রমণ করা হয় এবং ‘ঘর ওয়াপসি’র মতো বিষয়গুলোকে প্রচার করা হয়। অনেক যুক্তিবাদী গোষ্ঠী যারা একসময় তাঁকে সমর্থন করেছিল, তারা এখন তাঁর থেকে দূরত্ব বজায় রেখেছে।

তাদের অভিযোগ, আর্য সাম্প্রদায়িক মেরুকরণ ছড়াচ্ছেন এবং ঘৃণাকে পুঁজি করে অর্থ উপার্জন করছেন।

গাজিয়াবাদের এই ঘটনাটিকে সেই বৃহত্তর প্রেক্ষাপটের অংশ হিসেবেই দেখা হচ্ছে। সুশীল সমাজের সদস্যরা বলছেন, যাজক সদাশিবম ও তাঁর স্ত্রীর ওপর এই হেনস্থা খ্রিস্টানদের প্রতি ক্রমবর্ধমান শত্রুতার পরিবেশকে তুলে ধরে, যেখানে অনলাইন প্রভাব থাকা ব্যক্তিরা পরিণতির ভয় ছাড়াই সংখ্যালঘুদের টার্গেট করছে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - আর্ন্তজাতিক