সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জে ডি’অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

বৈঠকে, তারা আসন্ন ফেব্রুয়ারির সংসদীয় নির্বাচন এবং গণভোট, পাশাপাশি বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকার কর্তৃক শুরুকৃত শ্রম সংস্কার এবং দুই দেশের মধ্যে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

গত ১৭ মাস প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেব্রুয়ারির নির্বাচনে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি যোগ করেছেন যে, সংসদীয় নির্বাচন এবং গণভোট উভয়কেই সাফল্য নিশ্চিত করার জন্য পূর্ণ প্রস্তুতি চলছে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। নির্বাচনের আগে শান্তি ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।’

মার্কিন চার্জে ডি’অ্যাফেয়ার্স অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের প্রশংসা করেন এবং বিশেষ করে শ্রম আইনের প্রশংসা করেন। তিনি বলেন, তারা বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সাহায্য করবেন।

তিনি আগের সরকারের অধীনে দেশের শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা ৪৬টি মামলার ৪৫টি প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন।

প্রতিক্রিয়ায়, প্রধান উপদেষ্টা নতুন শ্রম অধ্যাদেশকে একটি ‘চমৎকার আইন’ হিসেবে বর্ণনা করেন। বলেন, নেতৃস্থানীয় বাংলাদেশি শ্রম কর্মীরা অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশনের সংস্কার এবং অনুমোদনকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছেন।

রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য তহবিল নিয়েও আলোচনা করেন তারা। রোহিঙ্গাদের অব্যাহত সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা।

Chief2

‘দক্ষিণ-পূর্ব বাংলাদেশের শিবিরে জোরপূর্বক বাস্তুচ্যুত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী মানবিক সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র একক বৃহত্তম দাতা’, প্রফেসর ইউনূস উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টা মার্কিন চার্জে ডি’অ্যাফেয়ার্সকে তার বছরের দীর্ঘ আমলে তার ‘গুরুত্বপূর্ণ কাজ’ এবং ‘বাংলাদেশের বন্ধু’ হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে তাকে সফরের আমন্ত্রণ জানান।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ সভায় উপস্থিত ছিলেন। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

পেট্রল দিয়ে কনটেন্ট তৈরি, দগ্ধ আল আমিনকে নেওয়া হলো ঢাকায়

অফিস নেই, ঠিকানা ভুয়া, ইসির তালিকায় ‘অস্তিত্বহীন’ পর্যবেক্ষক সংস্থা

ফলকে নিজের নাম দেখে চটলেন উপদেষ্টা, বললেন এটা কি বাপের টাকায় করা?

ওএসডি ৭৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে পাঠানোর কারণ

৫ কোটি টাকা চাঁদা দাবি, যাত্রাবাড়ীর যুবদল নেতা বহিষ্কার

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন সামিত

স্থায়ী ক্যাম্পাস নেই, ১৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা

ফুলবাড়ীর মহদীপুর হতে বারাইপাড়ার রাস্তাটি চলাচলে অনুপযোগী

আবু সাঈদ হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনবেন সর্বোচ্চ আদালত