সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম জমা

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের নিকট মনোনয়ন ফরম জমা দেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ মাহবুব আহমেদ, আলহাজ আবু বকর সিদ্দিক, আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না।

এ ছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, বেগম খালেদা জিয়া আমাদের দিনাজপুরের কন্যা। তার পক্ষে আমরা মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমরা আশাবাদী, বিপুল ভোটে তিনি জয়ী হবেন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত তিনি ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এবারও আমরা একই প্রত্যাশা করি— এই আসনে তিনি জনগণের ব্যাপক সমর্থন নিয়ে বিজয়ী হবেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে দুলাল বলেন, তিনি অসুস্থ। তার সুস্থতার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ যেন সুস্থ করে তাঁকে আমাদের মাঝে ফিরিয়ে দেন ও দেশ গড়ার কাজে অংশ নিতে পারেন।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

ওয়ানডে ক্যারিয়ারে অনন্য মাইলফলকের দ্বারপ্রান্তে বাবর আজম

জুলাই অভ্যুত্থান নতুন ব্যবস্থা কায়েমের জন্য: নাহিদ ইসলাম

সচিবালয়ের সব গেট বন্ধ, আজও বিক্ষোভ করছেন কর্মকর্তা–কর্মচারীরা

সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ

লোগো ও ডিজাইন ব্যবহার করে নাহিদ ইসলামের বক্তব্য বিকৃতভাবে প্রচার

বাংলাদেশের আমদানি কমায় কাঁদছেন ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা

‎বিডিআর বিদ্রোহের সময় ৯২১ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে এসেছিল: কমিশন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প

মুরাদনগরে আলোচিত ‘ধর্ষণকাণ্ড’ : ছাত্রলীগ সভাপতি সুমনের নেতৃত্বে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও করা হয়

গুমে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, একজন পলাতক: সেনা সদর