সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী এলাকায় শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ

মোঃ আফজাল হোসেন (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর সেক্টর কর্তৃক ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) ব্যবস্থাপনায় ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় শীতার্ত এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অপারেশনাল কার্যক্রম পরিচালনার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদানে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ত্রাণ সামগ্রী বিতরণ, করোনাকালীন খাদ্য সহায়তা, বন্যাদুর্গত এলাকায় জরুরি উদ্ধার কার্যক্রম, দুর্গম সীমান্তে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান ও প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানাবিধ মানবিক সহায়তা, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে বিজিবির সক্রিয় অংশগ্রহণ এরই প্রতিফলন। আজকের এই শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান কর্মসূচিও এই মানবিক কার্যক্রমেরই অংশ।

চলমান তীব্র শীতে বিপর্যস্থ স্থানীয় শীতার্ত এবং অসহায় মানুষের মাঝে দিনাজপুর সেক্টরের আওতাধীন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল সোমবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার আওতাধীন আমড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৩নং কাজিহাল ইউনিয়নের জামগ্রামের মিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৩০০ টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এছাড়াও স্থানীয় প্রায় ৬০০ জন নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে বিজিবি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় মুহুর্তে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মহাপরিচালক বিজিবি মহোদয়ের মূলনীতি “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ সামগ্রী প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও এই কার্যক্রমে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পিবিজিএমএস, কাজীহাল ইউপি প্যানেল চেয়ারম্যান কাঞ্চন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

১০ জন নিয়েও ইউরো চ্যাম্পিয়নদের হারাল ব্রাজিল

ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণায় চটেছেন হাসনাত আবদুল্লাহ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি

করোনায় আরও দুইজনের মৃত্যু

কুমিল্লায় আলোচিত ধর্ষণ মামলার মূলহোতা গ্রেফতার

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ