(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর সদর উপজেলা ৬নং ইউনিয়ন করিমুল্লাপুর কাঁসাইপাড়াগ্রামে সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি তার স্ত্রী মুল্লিকা পারভীনকে কৌশলে হত্যা করেছে এমন অভিযোগে একটি মামলা করেন দিনাজপুর কোতোয়ালি থানায় মৃ,ত মুল্লিকার বাবা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিনশেষে রাত আনুমানিক দশটার পর, ঘটনার পর দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনা স্থল থেকে ঘা,তক সাজ্জাদ হোসেনকে আ,টক করে থানায় নিয়ে আসেন এবং মৃ,ত মল্লিকাকে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছেন পুলিশ।
শুক্রবার মৃ,ত মল্লিকার বাবা দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন এবং বিকেলে মল্লিকার আত্মীয়-স্বজন দিনাজপুর মেডিকেল কলেজ ম,র্গের সামনে অপেক্ষা করছেন মৃ,তদেহটি নেয়ার জন্য



















