(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের খুনি ফয়সাল করিম ওরফে দাউদ খানের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
শহীদ শরিফ বিন ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম ওরফে দাউদ খানের সঙ্গে বর্তমান সরকারের সম্পৃক্ততার ইঙ্গিত আবারও সামনে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন ফয়সাল করিম এমন তথ্য প্রকাশের পর বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
জানা যায়, ‘TVC 4 Final’ শিরোনামের ওই বিজ্ঞাপনটি প্রথম প্রকাশিত হয় ২০২৫ সালের জানুয়ারিতে। বিজ্ঞাপনটি মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে প্রচারিত হয় এবং তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়েছিল।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পরপরই, ২০২৪ সালের ৮ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি ডাকাতির ঘটনায় ফয়সাল করিম মাসুদ গ্রেফতার হন। অভিযোগ অনুযায়ী, তিনি একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট করেন। ওই ঘটনায় র্যাব তাকে অস্ত্রসহ আটক করে। পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে তিনি বিতর্কিত এক জামিনে মুক্তি পান বলে জানা যায়।
এদিকে আজ সকাল আনুমানিক ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে ‘TVC 4 Final’ নামের ওই বিজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয়। তবে কেন বা কার নির্দেশে ভিডিওটি অপসারণ করা হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিজ্ঞাপনে একজন হত্যা মামলার আসামির উপস্থিতি এবং পরবর্তীতে ভিডিওটি সরিয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে কীভাবে একজন অভিযুক্ত ব্যক্তি সরকারি একটি প্রচারণামূলক বিজ্ঞাপনে যুক্ত হলেন এবং তার পেছনে কারা দায়ী। বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্ত ও সংশ্লিষ্টদের জবাবদিহির দাবি উঠেছে বিভিন্ন মহলে। -নিউজ ডেস্ক


















