আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে ২টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে একটি মনোনয়নপত্র বাতিল ও একটি মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম দিনাজপুর-৩ (সদর) আসনে কমিউনিষ্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্র বাতিল এদিকে দিনাজপুর সদর আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জ য়া মৃত্যুবরণ করায় তাঁর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ জিলহাজ্ব উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ নিয়ে দিনাজপুর সদর-৩ সদর আসনসহ ৪’টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুটি মনোনয়নপত্র, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায় ও দিনাজপুর-১, আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ মনজুরুল হক চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার সকালে দিনাজপুর সদর আসনের ১০ জন প্রার্থী ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। মনোনয়নপত্রে যাচাই-বাছাইয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষর না থাকায় তা বাতিল করা হয়।
এছাড়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর দাখিলকৃত মনোনয়নপত্র গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও ১৯৭২) এর ১৪(৪) ধারা অনুযায়ী স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মৃত ব্যক্তির মনোনয়নপত্র দাখিল গ্রহণযোগ্য নয় বিধায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যাচাই বাছাই শেষে দিনাজপুর-৩ সদর আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বিকেলে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা)
আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে ৪ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন বিএনপি’র প্রার্থী মোঃ আক্তারুজ্জামান মিয়া, জামায়াতের মোঃ আফতাব উদ্দীন মোল্লা, জাতীয় পার্টির মোঃ নুরুল আমিন শাহ ও ইসলামী আন্দোলনের মোঃ আনোয়ার হোসাইন।



















