রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

গোলামীর দিন শেষ— মুস্তাফিজ ইস্যুতে আসিফ নজরুল

প্রতিবেদক
admin
জানুয়ারি ৪, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর কেকেআর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে। কোনো কারণ ছাড়াই এই সিদ্ধান্তের সমালোচনা করে ভারতকে একটি উগ্র রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (৩ জানুয়ারি) রাতে তিনি এ সংক্রান্ত ফেসবুক পোস্ট দিয়েছেন।

আসিফ নজরুল বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারবে না।

তিনি আরো বলেন, আমি বোর্ডকে নির্দেশ দিয়েছি, বাংলাদেশের বিশ্বকাপ খেলার সব ম্যাচ শ্রীলংকায় অনুষ্ঠিত করার জন্য অনুরোধ জানাতে।আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি, বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও বন্ধ করে দিতে। আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশকে অবমাননার সম্মুখীন হতে দেব না। গোলামীর দিন শেষ! -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি