রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ

প্রতিবেদক
admin
জানুয়ারি ৪, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) মার্কিন বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

শনিবার ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এক আদেশে জানিয়েছে, প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখতে ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। খবর জেরুজালেম পোস্টের।

আদালতের রায়ে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে রদ্রিগেজ ‘ভেনেজুয়েলার বলিভারীয় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের দায়িত্ব’ পালন করবেন। পাশাপাশি আদালত নির্ধারণ করবে, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্রের কার্যক্রম এবং সার্বভৌমত্ব রক্ষায় কোন আইনি কাঠামো প্রযোজ্য হবে।

ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এ নিয়ে ভেনেজুয়েলার ওপর নানারকম চাপ প্রয়োগের মধ্যে গতকাল ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন সেনারা। স্ত্রীসহ মাদুরোকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে এবং তাদেরকে ‘আমেরিকান বিচারের মুখোমুখি’ করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মাদুরোকে আটক করার পর শনিবার জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠক ডাকেন ডেলসি রদ্রিগেজ। সেখানে মাদুরো আটক হওয়ার ঘটনায় আংশিকভাবে ইসরায়েলকে দায়ী করেন তিনি। রদ্রিগেজ বলেন, ‘বিশ্বের সরকারগুলো হতবাক’ ভেনেজুয়েলার বলিভারীয় প্রজাতন্ত্র এ ধরনের এক হামলার শিকার হয়েছে, যার মধ্যে নিঃসন্দেহে জায়নিস্ট ইঙ্গিত রয়েছে। এটি সত্যিই লজ্জাজনক।’

maduro
সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে নিকোলাস মাদুরোর চোখ বাঁধা এই ছবি প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে হোয়াইট হাউসের সামাজিক মাধ্যমে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) ভবনের ভেতর দিয়ে মাদুরোকে হাঁটিয়ে নেওয়ার ভিডিও প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভেনেজুয়েলার জন্য ‘লেভেল–৪: ভ্রমণ করবেন না’ সতর্কতা জারি করেছে।

কে এই ডেলসি রদ্রিগেজ

ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক সরকারের এক প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরেই মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী। মাদুরো তাকে ‘টাইগার’ হিসেবে উল্লেখ করেছেন। রদ্রিগেজ ঘনিষ্ঠভাবে কাজ করেন তার ভাই হোর্হে রদ্রিগেজের সঙ্গে, যিনি বর্তমানে জাতীয় পরিষদের প্রেসিডেন্ট।

১৯৬৯ সালের ১৮ মে কারাকাসে জন্ম নেওয়া ডেলসি রদ্রিগেজ বামপন্থি গেরিলা সংগঠন ও বিপ্লবী দল লিগা সোশ্যালিস্তার প্রতিষ্ঠাতা জর্জে আন্তোনিও রদ্রিগেজের মেয়ে। পেশায় আইনজীবী রদ্রিগেজ সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে স্নাতক হয়েছেন।

২০১৩-২০১৪ সালে তিনি যোগাযোগ ও তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০১৪-২০১৭ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে তাকে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি’র প্রধান করা হয়, যা মাদুরোর নির্বাহী ক্ষমতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০১৮ সালে মাদুরো তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি অর্থ ও তেল খাতের দায়িত্বে রয়েছেন। বেসরকারি খাতের সঙ্গে সরকারের প্রধান যোগাযোগকারী হিসেবেও তিনি পরিচিত। ২০২৪ সালের আগস্টে তাকে তেল মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

নুসরাত-অপু-নিপুণ-ভাবনা-জায়েদ খানও হচ্ছেন হত্যাচেষ্টা মামলার আসামি

৪১ পয়সার লেনদেনেও জুয়ার ছোঁয়া, আন্তর্জাতিক চক্রের ফাঁদে বাংলাদেশ

‘পোলিং এজেন্ট-সাংবাদিক ও পর্যবেক্ষকদের কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে’

কনকনে শীত ও কুয়াশায় স্থবির জনজীবন

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, ঠেকাতে ব্যর্থ থাড-আয়রন ডোমও

কার্যক্রম শুরু করল দেশের বৃহত্তম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’: আলী রীয়াজ

T20 World Cup 2026 : বাংলাদেশসহ বিশ্বকাপ নিশ্চিত হয়েছে যাদের

অর্থ উপদেষ্টা : ফেব্রুয়ারির পর চলে যেতে হবে, মানুষের জন্য কিছু করে যেতে চাই

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা