রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

মুস্তাফিজ না হয়ে যদি লিটন বা সৌম্য হতেন, একই রকম হতো? প্রশ্ন থারুরের

প্রতিবেদক
admin
জানুয়ারি ৪, ২০২৬ ৬:০৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রেকর্ড ৯.২০ কোটি রুপিতে নিলামে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দেওয়ার পরও আইপিএল ২০২৬-এ খেলা হচ্ছে না বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর নির্দেশে তাকে দল থেকে ছাড়তে বাধ্য হয়েছে কেকেআর। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা নিয়ে উঠা বিতর্ক।

গত ডিসেম্বরের মিনি নিলামে মুস্তাফিজকে রেকর্ড দামে কিনে নেয় কেকেআর। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক ঘটনায় ভারতে কিছু রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর তীব্র প্রতিবাদের মুখে পড়ে ফ্র্যাঞ্চাইজি। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, “সাম্প্রতিক ঘটনাবলীর কারণে” কেকেআরকে মুস্তাফিজকে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেকেআরও আনুষ্ঠানিক বিবৃতিতে এটি নিশ্চিত করে বলেছে, তারা বিসিসিআই-এর নির্দেশ মেনে নিয়েছে এবং রিপ্লেসমেন্ট খেলোয়াড় নেওয়ার অনুমতি পাবে।

এই সিদ্ধান্ত নিয়ে ভারতে মিশ্র প্রতিক্রিয়া। কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী শশী থারুর তীব্র সমালোচনা করেছেন বিসিসিআই-এর। তিনি বলেন, “ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মেশানো ঠিক নয়। মুস্তাফিজের কী দোষ? যদি বাংলাদেশি খেলোয়াড় লিটন দাস বা সৌম্য সরকার হতেন (যারা হিন্দু), তাহলেও কি একই সিদ্ধান্ত হতো? আমরা কাকে শাস্তি দিচ্ছি একজন খেলোয়াড়কে, তার দেশকে, নাকি তার ধর্মকে?” থারুর আরও যোগ করেন, “খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত, না হলে এর পরিণতি ভালো হবে না।”

অন্যদিকে, ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় অলরাউন্ডার মদন লালও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “খেলাধুলায় এত রাজনীতি কেন? বাংলাদেশে যা ঘটছে তা দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মধ্যে টেনে আনা হচ্ছে? উঁচুমহল থেকে চাপ ছিল নিশ্চয়ই। শাহরুখ খানের দোষ কোথায়?” মদন লাল মনে করেন, খেলা এভাবে রাজনীতির শিকার হলে ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় যাবে তা ভাবার সময় এসেছে।

বাংলাদেশ থেকেও প্রতিবাদ উঠেছে। দেশটির অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এই সিদ্ধান্তের নিন্দা করে আইসিসির হস্তক্ষেপ দাবি করেছেন। কিছু রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের চিন্তা চলছে।

এই ঘটনা ক্রিকেটের মাঠকে ছাড়িয়ে রাজনীতির আখড়ায় পরিণত করেছে। অনেকে মনে করছেন, খেলাধুলা রাজনীতি থেকে মুক্ত থাকলে ভালো। কিন্তু বাস্তবে সীমান্তের টানাপোড়েন ক্রিকেটকেও প্রভাবিত করছে। মুস্তাফিজের ভক্তরা হতাশ, আর কেকেআর এখন নতুন পেসার খুঁজছে। আইপিএলের আগে এমন বিতর্ক কতদূর যাবে, সেটাই এখন দেখার! -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি