সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির নেতা গ্রেফতার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৫, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ

মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির নেতা কে গণধোলাই দিয়ে পুলিশে দিলে জনতা। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় এক বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা কে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার কোর্টের মাধ্যমে তাদের জেল কারাগারে পাঠানো হয়। এনসিপির বোচাগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসান ও মঞ্জুর আলম নামে দুইজনকে আটক করে বিক্ষুব্ধ জনতা এ সময় তাদের গণধোলাই দিয়ে পুলিশে দেয়া হয়। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।এই ঘটনায় রবিবার (৪ জানুয়ারি) সকালে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছেন।এম এ তাফসীর হাসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে ছিলেন। কিন্তু পরে আর তা জমা দেননি। আটক এম এ তাফসীর হাসান (৩৩) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এবং মঞ্জুর আলম (৩৬) ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তাফসীর হাসান এনসিপির বোচাগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে তা দাখিল করেননি।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদী সন্তোষ কুমার রায়সহ তার পরিবারের সদস্যরা শনিবার রাত ৮টায় খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৯টায় আসামিরা হাতে লোহার পাইপ ও স্টিলের লাঠিসহ বাড়ির সামনে এসে ডাকাডাকি করেন। পরে তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেন। এসময় বাড়ির গেট খুলে দিলে তারা প্রবেশ করে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোঁজ করেন ও আসবাবপত্র ওলটপালট করতে থাকেন। এক পর্যায়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে হুমকি প্রদান করে বলেন‘তোর স্বামীকে বের করে দে। না দিলে তোর ট্রাংকের চাবি দে। নচেৎ সবাইকে মেরে ফেলবো। এ সময় পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে আটক করে। এসময় তার অন্যান্য সঙ্গীরা পালিয়ে যান। স্থানীয়রা দুইজনকে আটকের পর বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করে বলেন, রাতে তাদেরকে স্থানীয়রা থানায় সোপর্দ করেছে। এই ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে মোটরসাইকেল, লোহার পাইপ,স্টিলের তৈরি লাঠি, ভিডিও রেকর্ডিংয়ের ছোট ক্যামেরা সহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে আজ রবিবার বিকেলে জেল- কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

ভূরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, নিরাপদে বন বিভাগে হস্তান্তর

প্রতারণার মামলায় জামিন পেলেন মডেল মেঘনা

ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের

দিনভর আন্দোলনের নগরী ঢাকা, যানজটে ভোগান্তি চরমে

চট্টগ্রামে ফের গুলিবিদ্ধ বিএনপির ৫ কর্মী, আশঙ্কাজনক ১

যেখানে পাবে, গুলি করবে— হাসিনার নির্দেশ নিয়ে যা বললেন প্রসিকিউটর

এসএসসি পরীক্ষা : যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

বিরামপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নাটকীয় টাইব্রেকারে সাফ ফাইনালে হারল বাংলাদেশ