শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে বিতর্কে বিসিবি পরিচালক

প্রতিবেদক
admin
জানুয়ারি ৯, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সাবেক জাতীয় দলের অধিনায়ক ও সফল ওপেনার তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম।

ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার বিষয়ে বিসিবির সিদ্ধান্ত নিয়ে তামিম ইকবাল সম্প্রতি গণমাধ্যমে নিজের মতামত জানান। তার সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় নাজমুল ইসলাম ফেসবুকে একটি কড়া ভাষার পোস্ট দেন।

বর্তমানে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম তামিমের বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে লেখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

এই পোস্টটি কিছু সময় তার ফেসবুক টাইমলাইনে থাকলেও ব্যাপক সমালোচনার মুখে গভীর রাতে তা মুছে ফেলা হয়।

এর আগে তামিম ইকবাল বলেন, ‘মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হতাশাজনক। তবে এমন সংবেদনশীল বিষয়ে তড়িঘড়ি মন্তব্য না করে সব চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে তিনি মনে করেন।’

তামিম আরও বলেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে দেশের ভবিষ্যৎ ও দীর্ঘমেয়াদি স্বার্থ মাথায় রেখেই সিদ্ধান্ত নিতাম। অনেক বিষয় আলোচনার মাধ্যমেই সমাধান করা যায়।’

তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত।

সরকারি হস্তক্ষেপের প্রসঙ্গে তামিম বলেন, বিসিবিকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখা দরকার। সরকার বড় অংশীদার হলেও বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকা উচিত। পাশাপাশি তিনি বলেন, আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে, সেটাও বিবেচনায় নেওয়া জরুরি—বিশেষ করে যখন বিসিবির বড় আয়ের উৎস আইসিসি।

তামিমের এসব বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দেয়।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন নাজমুল ইসলাম। ওই নির্বাচন ঘিরে অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবালসহ কয়েকজন প্রার্থী তখন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি