রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

২৯ বিজিবি সীমান্তে  ২ মাসে অভিযান চালিয়ে ৬ কোটি ৬ লক্ষ ৩ হাজার টাকার মাদকসহ ৩৬ জনকে আটক

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৮, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ

মোঃ আফজাল হোসেন (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে গত ২ মাসে অভিযান চালিয়ে ৬ কোটি ৬ লক্ষ ৩ হাজার টাকার মাদকসহ ৩৬ জনকে আটক করেন।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত জানুয়ারি হতে ডিসেম্বর ২০২৫ মাস পর্যন্ত চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩৬জন আসামীসহ ৬,০৬,০৩,৩১৮/- (ছয় কোটি ছয় লক্ষ তিন হাজার তিনশত আঠারো) টাকা মূল্যমানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত ০১ জানুয়ারি ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮৮টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩৬ জন আসামীসহ ৬,০৬,০৩,৩১৮/- (ছয় কোটি ছয় লক্ষ তিন হাজার তিনশত আঠারো) টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়। উক্ত চোরাচালান প্রতিরোধ অভিযানে ৩,৮১২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪২৫ বোতল এমকেডিল, ১,৭৮৮ বোতল ইস্কফ সিরাপ, ১২.০৯২ কেজি গাজা, ৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮,৭৩১ বোতল বিদেশী মদ, ৪২,০৯১ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ২,০২,২৩৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ০.১৪ কেজি কোকেন, ১০.৭৫ লিটার বাংলাদেশী মদ, ৬৮৬ বোতল বাংলাদেশী হোমিওপ্যাথিক এ্যালকোহল, ৬৮,৫২৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৪০,৪১,৬৫ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট, ০৬টি ভারতীয় গরু, ৩৫ প্যাকেট কীটনাশক, ২১৫ প্যাকেট পাতার বিড়ি, ০২টি লেহেঙ্গা, ১০টি শাড়ি, ৬৪ পিস বিভিন্ন প্রকার খাবার সামগ্রী, ২১৪৪ পিস বিভিন্ন প্রকার প্রসাধনি সামগ্রী, ০৫টি মোটর সাইকেল, ০৮টি মোবাইল এবং ০৩টি বাইসাইকেল আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, বিজিবি কর্তৃক এ ধরণের চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

সর্বশেষ - অর্থনীতি