(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর ঢাকার গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান ফর মাই কান্ট্রি অ্যান্ড দ্য পিপল অফ মাই কান্ট্রি।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের আইনপুর মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় সেই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন তিনি।
বক্তব্যের শুরুতেই তারেক রহমান বলেন, “আমি ১৭ বছর পর বিদেশ থেকে ফিরে একটি কথা বলেছিলাম আপনাদের মনে আছে? আমি বলেছিলাম, ‘আই হ্যাভ আ প্ল্যান’। সেই পরিকল্পনার অন্যতম অংশ হলো দেশের বেকার যুবক, তারা শিক্ষিত হোক বা অল্প শিক্ষিত সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমরা চাই প্রতিটি মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং একটি শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপর নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।”
তরুণ সমাজের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা যুবসমাজকে শুধু কর্মসংস্থানই দেব না, বরং তাদের অর্থনৈতিকভাবে সক্ষম করে গড়ে তুলব। আপনারা যারা কাজের প্রয়োজনে লন্ডন, মধ্যপ্রাচ্য বা বিশ্বের অন্য কোনো দেশে যেতে চান, তাদের আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠাব। এতে করে বিদেশে গিয়ে আপনারা দ্রুত ভালো কর্মসংস্থানের সুযোগ পাবেন।”
মৌলভীবাজারের চা শ্রমিকদের জীবনমান নিয়ে তারেক রহমান বলেন, “এই অঞ্চলে প্রায় ১৩০টি চা বাগান রয়েছে। এখানকার নারী শ্রমিকরা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করেন। তাদের বর্তমান আয় জীবনধারণের জন্য পর্যাপ্ত নয়। আমরা সেই পরিবারগুলোকে ‘ফ্যামিলি কার্ড’ দিতে চাই। এই কার্ডের মাধ্যমে তাদের খাদ্য সহায়তা অথবা সরাসরি নগদ অর্থ প্রদান করা হবে, যাতে তারা সুন্দরভাবে সংসার পরিচালনা করতে পারেন।”
তিনি আরও জানান, শুধু চা শ্রমিক নয়, একজন দিনমজুর বা কৃষকের পরিবারও এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানান তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে জনসভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।-নিউজ ডেস্ক



















