স্টাফ রিপোর্টার (দিনাজপুর দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ২০১০ সাল হতে ব্লগ আকারে দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমের যাত্রা শুরু হয়। পূর্ণাঙ্গ ওয়েব সাইটে প্রকাশ পায় ২০১১ সালে। রাজশাহী বিভাগের প্রথম অনলাইন নিউজ চ্যানেল দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম আজ অবধি দিনাজপুর জেলাবাসী তথা উত্তরবঙ্গের বলিষ্ঠ কন্ঠস্বর দেশ-বিদেশের খবরাখবর সাহসীকতার সাথে প্রকাশ করে যাচ্ছে। এক ঝাঁক তরুণ মেধাবীদের নিয়ে দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমের যাত্রা। দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মো. শাহ্ আলম নূর আকাশের নিবীড় তত্ত্বাবধানে এখনও পর্যন্ত চলমান। বর্তমানে সম্পাদক বিভিন্ন রোগে আক্রান্ত। তিনি দেশে ও প্রবাসের সকলের নিকট তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। লোগো আধুনিকায়ক হওয়ার সকলকে ধন্যবাদ জানান তিনি। এ আই’য়ের যুগে অনলাইন পত্রিকাকে বাদ দেবার উপায় নেই। পত্রিকায় জড়িত সকল সাংবাদিক, লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধায়ী সকলকে সম্পাদক মহোদয় শুভেচ্ছা জানান।



















