(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণায় জনগণের ভোটকে প্রভাবিত করতে ১০ টাকা কেজি দরে চালের মতো বিভিন্ন কার্ডের লোভ দেখানো হচ্ছে।
তিনি বলেন, “আমরা মানুষকে কেনার চেষ্টা করি না, আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই।”
শফিকুর রহমান প্রবাসীদেরও ভোটাধিকারের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “যাকে ভালোবাসেন, যার পক্ষে ভোট দিতে চান, তাকেই নির্দ্বিধায় ভোট দিন। একটি ভোটও ভবিষ্যতের ব্যবধান নির্ধারণ করতে পারে।” তিনি নিশ্চিত করেছেন, সরকার গঠিত হলে যৌক্তিক ও ইনসাফভিত্তিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, মিথ্যা ওয়াদা নয়। এছাড়া, পোস্টাল ব্যালটের যথাযথ সময়মতো পৌঁছানো ও ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে বিশেষভাবে অনুরোধ করেছেন।
জামায়াত আমির বলেন, “আমরা এককভাবে নয়, দেশের সকল দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে যাচ্ছি।” -নিউজ ডেস্ক


















