রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই ভারতে বাংলাদেশ দল পাঠানো হয়নি: আসিফ আকবর

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৫, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আসন্ন ২০২৬ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্বকাপটি যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা আয়োজন করছে। বাংলাদেশের গ্রুপ ম্যাচগুলো ছিল ভারতে (কলকাতা ও মুম্বাই)। বিসিবি শুরু থেকেই দাবি করে আসছিল যে, নিরাপত্তার কারণে দলকে ভারতে পাঠানো সম্ভব নয়। তারা বারবার আবেদন করেছিল যাতে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়।

আইসিসি একাধিকবার আলোচনা করেছে, স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করেছে এবং জানিয়েছে যে, ভারতে বাংলাদেশ দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বাস্তব বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। তাই সূচি পরিবর্তন করা সম্ভব নয় বলে তারা অটল থেকেছে।

এই টানাপোড়েন চলেছে প্রায় ২১ দিন। বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে অটল ছিল। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সরকার মনে করেছে, ক্রিকেটার, সাংবাদিক, দর্শক ও অন্যান্য সংশ্লিষ্টদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তথ্য, পররাষ্ট্র, যুব ও ক্রীড়া এবং আইন মন্ত্রণালয়—এই চার মন্ত্রণালয়ের আলোচনার পর মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে, এই ঝুঁকি নেওয়া যাবে না।

বিসিবির পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের বলেছেন, ‘গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নিজস্ব প্রশ্ন ছিল এখানে। তাদের একটা গোয়েন্দা প্রতিবেদন থাকে যে আমাদের ক্রিকেটার, সাংবাদিক, দর্শক বা ট্যাকটিকাল লোকজন যাবে, তাঁদের নিরাপত্তা ইস্যু ও সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেগুলোকে মাথায় রেখেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে যদি কোনো নাশকতামূলক ঘটনাও ঘটে, সেটার দায়দায়িত্ব আমরা নিতে পারি না। এটা সরকারের সিদ্ধান্ত।’

আইসিসি বোর্ডের সভায় বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে বলা হয় যে, তারা সূচি মেনে খেলবে কি না। কোনো নিশ্চয়তা না পাওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে (টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অ-যোগ্য দল) অন্তর্ভুক্ত করে। এটি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনো দলকে এভাবে বাদ দেওয়া হলো।

বাংলাদেশের ম্যাচগুলো (কলকাতা ও মুম্বাইয়ে) এখন স্কটল্যান্ড খেলবে। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ৮ মার্চ। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি

সিদ্ধান্ত পরিবর্তন, কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন খালেদা

পাঁচ বছরে সড়কে ঝরেছে ৩৭ হাজার প্রাণ

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর লোকদেখানো-প্রতারণা: নাহিদ

যমজ বোনের জোড়া বাজিমাত: মেডিকেল কলেজে মাখনুন-মুসফিকা

শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু

‘পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়’

‘একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে’ নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা : অর্থ উপদেষ্টা

২০১৮ সালের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ স্থগিত

‘মব তৈরি করে যদি রায় নেওয়া যায় তাহলে হাইকোর্টের দরকার কি’