রবিবার , ১১ মে ২০২৫ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

হঠাৎ ঝড়ো বৃষ্টিতে ভেঙে পড়লো তেঁতুলিয়ার বৃদ্ধের একমাত্র বসতঘর

প্রতিবেদক
admin
মে ১১, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) কয়েক দিনের তীব্র তাপদাহের পর পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার বিভিন্ন অঞ্চলসহ তেঁতুলিয়া উপজেলার কয়েকটি গ্রামে ঝড়ের আঘাতে ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে। এতে বিপাকে পড়েছেন অনেকেই। বিকেল থেকেই হঠাৎ ঝড়ের কারণে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

রোববার (১১ মে) বিকেল থেকে শুরু হয় হঠাৎ ঝড়ো বৃষ্টি। এই ঝড়ো বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় গাছপালা ও অনেকের ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। বিকেলে সরেজমিনে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, হঠাৎ ঝড়ো বৃষ্টির কারণে ষাটোর্ধ্ব পাথর শ্রমিক আব্দুল বাসেদ নামের এক বৃদ্ধের একমাত্র বসতঘর ভেঙে মাটিতে পড়ে গেছে। বসবাসের একমাত্র ঘরটি ভেঙে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

স্থানীয়রা জানান, আব্দুল বাসেদের একমাত্র সহায়-সম্বল ছিল এই ঝুপড়িঘরটি, যেখানে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। কালবৈশাখীর ঝড়ে ঘরটি সম্পূর্ণভাবে তছনছ হয়ে গেছে।

এ বিষয়ে আব্দুল বাসেদ বলেন, ‘আমার থাকার একমাত্র ঘরটি হঠাৎ ঝড়ো বৃষ্টিতে ভেঙে গেছে। সেখানেই কোনোরকমে রাত কাটাচ্ছিলাম। কিন্তু এই ঝড়বৃষ্টিতে সেটাও শেষ হয়ে গেল। এখন কী হবে, কোথায় যাব, কিছুই জানি না। সব কিছু শেষ হয়ে গেছে। কোনো সহায়তা পাইনি। উপরন্তু বৃষ্টি কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। এখন থাকার জায়গা বা খাবারের কিছুই নেই।’

অন্যদিকে, পঞ্চগড়ের আরও কয়েকটি উপজেলাতেও বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ও বজ্রপাত, যার ফলে কোথাও কোথাও গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়েছে। যদিও এই বৃষ্টিপাত কয়েক দিনের ভ্যাপসা গরমের পর জনমনে কিছুটা স্বস্তি এনেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ছবি ও ভিডিও শেয়ার করে সে অনুভূতির কথা জানিয়েছেন। তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী জানান, ‘হঠাৎ ঝড়বৃষ্টিতে আব্দুল বাসেদের বসতঘরটি ভেঙে গেছে। তবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপাতত ইউপি সদস্যের মাধ্যমে খাওয়ার ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।’ তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, ‘বিষয়টি জেনেছি। আমি আমার জায়গা থেকে তাকে সহযোগিতা করার চেষ্টা করবো।’

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছে পাকিস্তান

এনবিআর বিলুপ্তিতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

‘বাংলাদেশ সরকারের সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বুধবার: বাণিজ্য উপদেষ্টা

মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল : এরদোয়ান

বিএনপি নেতা এরশাদের সঙ্গে গুলিবিদ্ধ সরওয়ার বাবলার মৃত্যু

অবশেষে শাপলা শহীদদের খসড়া তালিকা প্রকাশ করল হেফাজত

২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন

হাসিনার বিরুদ্ধে দুদকের আরেক মামলার রায় সোমবার

১৬ অক্টোবরের মধ্যে নিবন্ধন চায় নতুন ১০ রাজনৈতিক দল