শুক্রবার , ৬ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে সেনা কল্যাণ মাঠে ঈদুল আযহার নামাজ সকাল সাড়ে ৮টায়

প্রতিবেদক
admin
জুন ৬, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ঈদের জামাতের জন্য প্রস্তুত দেশের সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক বাংলাদেশ সেনাবাহিনীর সেনা কল্যাণ মাঠ, গোর-এ শহীদ বড় ময়দান। বিশাল এ ময়দানে আজ ৭ জুন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জামাত। ঈদের জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সেনা কল্যাণ মাঠ গোর-এ শহীদ বড় ময়দানের আয়তন প্রায় ২২ একর। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে বড় কোনো মিম্বর ছিল না।  ২০১৭ সালে ৫২টি গম্বুজ নির্মাণ সম্পন্ন করা হয়। গম্বুজগুলোর দুই ধারে ৬০ ফুট করে দুটি মিনার, মাঝের দুটি মিনার ৫০ ফুট করে। ঈদগাহ মাঠের মিনারের প্রথম গম্বুজ অর্থাৎ মেহেরাবের (যেখানে ইমাম দাঁড়াবেন) উচ্চতা ৪৭ ফিট। এর সঙ্গে রয়েছে আরও ৪৯টি গম্বুজ।  এছাড়া ৫১৬ ফিট লম্বায় ৩২টি আর্চ নির্মাণ করা হয়েছে। সিরামিক্স দিয়ে পুরো মিনার নির্মাণ করা হয়েছে। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক লাইটিং। রাত হলে ঈদগাহ মিনার আলোকিত হয়ে ওঠে।  ২০১৭ সাল থেকেই প্রতিবারে এখানে বৃহৎ পরিসরে ঈদের নামাজ আদায় করছেন দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই বছর ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে।  এ ঈদগাহে ১ মাস ধরে চলছে প্রস্তুতির কাজ। কাজ  সম্পন্ন হয়েছে প্রস্তুতি।

দিনাজপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, মুসল্লিদের জন্য ৩০০ অজুখানা, ৪০টি টয়লেট ও খাবার পানি সরবরাহের জন্য ৫টি পয়েন্ট স্থাপন করা হয়েছে। দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রিয়াজ উদ্দিন বলেন, পুরো ঈদগাহ মাঠজুড়ে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।  ঈদের দিন সকাল থেকে মুসল্লিরা মাঠে স্থাপিত প্রবেশপথ দিয়ে ঈদগাহ মাঠে প্রবেশ করবেন। মুসল্লিদের নিরাপত্তার জন্য প্রত্যেক প্রবেশ পথে মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়েছে। মুসল্লিরা শুধু জায়নামাজ ও ছাতা নিয়ে ঈদগাহ ময়দানে প্রবেশ করতে পারবেন।  ঈদগাহ মাঠ এলাকায় তিনটি পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে। সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ সম্পন্ন করতে অসংখ্য মাইক বসানো হচ্ছে। লাখ লাখ মুসল্লির ওজুর জন্য পর্যাপ্ত ওযুখানা এবং পানির ব্যবস্থা রাখা হয়েছে।  দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম  দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোর-এ শহীদ ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করা হয়েছে সকল কাজ সমাপ্ত হয়েছে। পবিত্র ঈদুল আজহার নামাজের জন্য ঈদগাহ মাঠ সম্পূর্ণরূপে প্রস্তুত। এটি দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ। আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এখানে আসেন ঈদের নামাজ আদায় করতে।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ঈদের জামাত অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করেছে। ৩৫০ জন পুলিশ সদস্য, সাদা পোশাকে ডিবি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ মোতায়েন থাকবে। ঈদগাহ মাঠে আগত মুসল্লিদের শান্তিপূর্ণ ও নিরাপদে যাতায়াত ও  নামাজ আদায় নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। সুপেয় পানি ও একাধিক মুসল্লি একসঙ্গে অজু করতে পারবেন এ ধরনের অজুখানার ব্যবস্থা করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৩০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ময়দানে প্রবেশের জন্য ১৯টি গেট নির্মাণ করা হয়েছে।

সর্বশেষ - আর্ন্তজাতিক