শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

রোজার আগে ভোটের প্রস্তাব তারেক রহমানের, যা বললেন ড. ইউনূস

প্রতিবেদক
admin
জুন ১৩, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আগামী রোজার আগেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রোজার আগের সপ্তাহে  নির্বাচন করা সম্ভব। সেক্ষেত্রে সংস্কার ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার প্রক্রিয়া চলছে তার দৃশ্যমান অগ্রগতির প্রয়োজন হবে।

শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) লন্ডনের ডোরচেস্টার হোটেলে বৈঠকটি শুরু হয়ে সকাল সাড়ে ১০টায় শেষ হয়। দুজনের একান্ত বৈঠকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হলে তারেক রহমান এ প্রস্তাব রাখেন।

দেড় ঘণ্টার বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

খলিলুর রহমান বলেন, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।

এর আগে, বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা গেছে।

আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হওয়ার আগে দুই শীর্ষ ব্যক্তিত্ব নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।

এক পর্যায়ে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে জানতে চান আপনার শরীর কেমন? জবাবে তিনি বলেন, ‘এই তো চলছে টেনেটুনে!’

এরপর মা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম পৌঁছে দেন তারেক রহমান। জবাবে ড. ইউনূস বলেন, ‘আপনার আম্মাকেও আমার সালাম দিবেন।’

পরে দুজন লন্ডনের আবহাওয়া নিয়ে কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকের এখানকার আবহাওয়াটা চমৎকার।’ তারেক রহমানও তার কথায় সায় দেন। এরপর ফটোসেশন শেষে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয় তাদের মধ্যে।

এরও আগে, বাংলাদেশ সময় দুপুর ২টার কিছু আগে ডরচেস্টার হোটেলে পৌঁছান তারেক রহমান। তাকে সেখানে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যরা।

প্রসঙ্গত, বর্ষপঞ্জি অনুসারে, আগামী রমজান শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। তারেক রহমানের প্রস্তাবের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করতে পারলে সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

বড় দলের সঙ্গে আসন ভাগ, ছোট দল নিয়ে জোট ভাবনায় এনসিপি

দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলে সভা পাচ্ছে বিদেশি ফল রামবুটান

সচিবালয়ের সব গেট বন্ধ, আজও বিক্ষোভ করছেন কর্মকর্তা–কর্মচারীরা

মেহেরপুর সিডিপি’র আয়োজনে উপজেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমার নতুন পথচলা শুরু, রাজপথেই থাকব: এটিএম আজহার

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম

পাচারকৃত অর্থ ফেরতে প্রাধান্য দিয়ে ইউনূসের যুক্তরাজ্য সফর

কুয়েটের ভিসি-প্রোভিসিকে অব্যাহতি দিয়েছে সরকার

বসতভিটা রক্ষায় হামলার শিকার পরিবার: পালিয়ে বেড়ানোর অভিযোগ