মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

আগামী ২২ জুন টিউলিপ সিদ্দিককে দুদকের তলব

প্রতিবেদক
admin
জুন ১৭, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) একসময় টিউলিপ সিদ্দিক ছিলেন ব্রিটিশ রাজনীতিতে বাঙালি প্রতিনিধিত্বের প্রতীক, বাংলাদেশের ক্ষমতাধর রাজনৈতিক পরিবারের গর্বিত উত্তরাধিকার। কিন্তু এখন তিনি আর এমপি নন, আর নিছক শেখ হাসিনার ভাগনি পরিচয়টিও তাকে রক্ষা করতে পারছে না বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ থেকে। আগামী ২২ জুন সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে।

দেশে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের রাজনৈতিক পরিচয়ের আড়ালে ঢাকা পড়েছিল তার ব্যক্তিগত আর্থিক কর্মকাণ্ডের প্রশ্নগুলো। কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট থেকে পদত্যাগ ও হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দুদক।

সোমবার (১৬ জুন) দুপুরে দুদক চেয়ারম্যান ড. মো. আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, প্রাপ্ত তথ্য ও নথি যাচাই করে আমরা তাকে অভিযুক্ত হিসেবে বিবেচনা করছি।

দুদকের তদন্তে উঠে এসেছে— ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে একটি বিলাসবহুল ফ্ল্যাট তিনি ঘুষ হিসেবে গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। একইসঙ্গে হঠাৎ করে আয়কর নথিতে তার স্বর্ণালংকারের পরিমাণ ১০ থেকে ৩০ ভরি বেড়ে যায়, যার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। আর একটি মৎস্য খামারে বিনিয়োগ ও আয় সংক্রান্ত তথ্যেও গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে তাকে আগামী ২২ জুন সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। এর আগে ১৪ মে পাঠানো তলবের নোটিশে তিনি কোনো সাড়া দেননি। এবারও যদি তিনি হাজির না হন, তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন দুদক কর্মকর্তারা।

দুদক চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেন, টিউলিপ সিদ্দিক বিদেশি নাগরিক হলেও বাংলাদেশে যেসব সম্পদ ও বিনিয়োগের তথ্য পাওয়া গেছে, সেগুলোর উৎস ও বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। পরিচয়ের ভিত্তিতে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। কেউ যদি দেশের সম্পদ অবৈধভাবে ভোগ করে, তবে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে কখন কোথায় ঈদের জামাত

‘মব তৈরি করে যদি রায় নেওয়া যায় তাহলে হাইকোর্টের দরকার কি’

স্ত্রী-সন্তানসহ শামীম ওসমানকে তলব করল দুদক

ইসরায়েলকে ‘বোকামির’ মূল্য দিতে হবে: ইরানি প্রেসিডেন্ট

শেখ হাসিনার হলফনামায় গরমিল : ব্যবস্থা নিতে ইসিকে দুদকের চিঠি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জন আটক

জুলাই গণঅভ্যুত্থান: গত ১১ মাসে মামলা ১৬০১, চার্জশিট ১২

খিলক্ষেতে অস্থায়ী মণ্ডপ উচ্ছেদ: যা বললেন রেল উপদেষ্টা

‘ড. ইউনূস পদত্যাগ করবেন না’ বলে দেওয়া পোস্ট সরিয়ে নিলেন বিশেষ সহকারী

মিডফোর্ডের বীভৎস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি