রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে ছিনতাইকারী চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
admin
মার্চ ২৪, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোটার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে ছিনতাইকারী চক্রের এক নারীসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ শে মার্চ শনিবার সন্ধ্যায় বিশেষ অভিযানে তাদের দিনাজপুর শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।আটককৃতরা হলেন-দিনাজপুর শহরের রামনগর ইন্দ্রার মোড় এলাকার বাসিন্দা মৃত মিজানুর রহমানের ছেলে রেজভী আলম রাজ (২৩), উত্তর রামনগর এলাকার (মদিনা মসজিদ সংলগ্ন) বাসিন্দা মকবুল হোসেনের ছেলে সাইদ ইসলাম বাবু (৩১), রামনগর মামুনের মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে রায়হান আলী শান্ত (১৯) ও রামনগর হিরাহার এলাকার আল আমিনের স্ত্রী ফেন্সিআরা বেগম (২৩)এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল সহ লুন্ঠিত স্বর্ণের অলংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।পুলিশ জানায়,সন্ধ্যা হলেই তারা বাইক নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে বিভিন্ন মানুষের পিছু নিয়ে নির্জনে গিয়ে স্বর্ণ, মোবাইল, টাকা,ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত। ঈদ কে সামনে রেখে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছিল। তাদের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপ ও নারী দিয়ে ফাঁদ পেতে ব্লাকমেইল সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। রোববার  সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, তিনি বলেন দিনাজপুর শহরে সম্প্রতি ঘটে যাওয়া পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় শনিবার রাতে ছিনতাইচক্রের ৪জন সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত মালামাল সহ ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের প্রেস ব্রিফিং এর মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি