(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজশাহীতে বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীকে সিএনজিতে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৩০ জুন) সন্ধ্যা পৌনে সাতটার দিকে নগরীর আলুপট্টি মোড় এলাকা থেকে সংস্থাটি তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক এসব তথ্য জানিয়েছেন। গ্রেফতার যুবকের নাম শাহাদাৎ হোসেন বুলবুল (২০)।
র্যাব জানায়, সপ্তম শ্রেণির এক ছাত্রীকে আগে থেকে বুলবুল নানারকম ভয়ভীতি দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ২৫ জুন সকাল সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় চারঘাটের মেরামতপুরে বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর বিবাহের প্রলোভন দেখায়। এ সময় জোরপূর্বক একটি সিএনজিতে করে আসামি তার ভাড়া বাসা রাজশাহী নগরীর টিকাপাড়ায় নিয়ে যায়। পরবর্তীতে বোয়লিয়া থানা পুলিশের সহযোগিতায় ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে ওই ছাত্রী জানায়, বিবাহের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেছে।
র্যাব জানিয়েছে, ঘটনার পরদিন ২৬ জুন ছাত্রীর পরিবার চারঘাট থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং ২০, তারিখ-২৬/০৬/২০২৫ ইং , ধারা- ৯/৯(১) নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী ২০২০)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করে। তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। যেকোনো অন্যায়-অপরাধের বিরুদ্ধে র্যাবের শক্ত অবস্থান অব্যাহত থাকবে। -ডেস্ক রিপোর্ট