শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

নির্বাচন নির্ধারিত সময়েই হবে, অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

প্রতিবেদক
admin
জুলাই ১৯, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন, সে সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা হবে। সবার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এটি আরও ভালো হবে। দেখবেন, বর্ষার পর থেকেই সারাদেশে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চিত থাকতে পারেন, প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচনের কথা বলেছেন, ঠিক সেদিনই নির্বাচন হবে—একদিনও পেছানো হবে না। একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘এই বিষয়ে রাজনৈতিক দলগুলো ও নির্বাচন কমিশন আলোচনা করছে। সবাই আন্তরিকভাবে বিষয়টি বিবেচনা করছে। বিশ্বের অনেক দেশে এ ধরনের ব্যবস্থাপনা গড়ে তুলতে বছরের পর বছর লেগে যায়।’

সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। ধর্ষণের মতো অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে আইন সংশোধন করা হয়েছে।’

গোপালগঞ্জের সহিংসতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘গোপালগঞ্জের মানুষ আলাদা কেউ না—তারা বাংলাদেশেরই নাগরিক। সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি জুলাই মাসের একজন সাক্ষী। এ জুলাই বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। জুলাই আমাদের একটি ‘গোল্ডেন জেনারেশন’ উপহার দিয়েছে। ১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের সময় ঢাকায় অনেক মানুষ নিহত হন। এরপর অনেকে ভারতে গিয়ে গঠন করেন ‘গভর্নমেন্ট ইন এক্সাইল’, আবার কেউ কেউ চলে যান ক্যান্টনমেন্টে। সে সময় আমরা এমন একটি প্রজন্ম পাইনি, যারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আন্দোলনের নেতৃত্ব দেবে।’

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে দেখা যায়, এ ধরনের ঐকমত্যে পৌঁছাতে অনেক সময় লাগে। তবে আমাদের রাজনৈতিক দলগুলো বারবার আলোচনায় বসছে, যা ইতিবাচক। আশা করি, শিগগিরই জুলাই সনদ বাস্তবায়িত হবে।’

‘দ্য নেক্সট ওয়েভ’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, অ্যাস্ট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ প্রমুখ। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক