স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে চেক-আপ স্পেশালাইজড হসপিটালের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা গেছে মৃত্যুর বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেক-আপ স্পেশালাইজড হসপিটালের কর্তৃপক্ষ প্রভাবশালী হওয়ায় বিষয়টি সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা চালান বলে অভিযোগে বলা হয়। কিন্তু সত্য কখনও চাপা থাকে না।
জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের নতুন ভুষি গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ রবিউল ইসলাম এর স্ত্রী মোছাঃ নার্গিস বেগমের হঠাৎ করে বুকে ব্যাথা জনিত কারণে ২৫ শে জুলাই/২০২৫ ইং তারিখ রোজ শনিবার রাতে আনুমানিক ৩ টা ৩০ মিনিট সময় দিনাজপুর শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড়ে এলাকায় অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চেক-আপ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করানো হন । কিন্তু মোছাঃ নার্গিস বেগমের ভুল চিকিৎসা হওয়ায় চিকিৎসা চলাকালীন সময়ে উক্ত হসপিটালে ২৬/০৭/২০২৫ ইং শনিবার বিকাল ৪ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন।
মৃত্যুর ঘটনাটি ঘটেছে চেক আপ স্পেশালাইজড হসপিটালে। মৃত নার্গিস বেগমের পুত্র মো: জাকির হোসেন তিনি ঘটনা স্থল থেকে সাংবাদিকদের কে জানান আমি হেলপ করে বলতে পারি আমার মায়ের পূর্বে কোন রোগব্যাধি ছিল না হসপিটালে নিয়ে আসার পরেও আমার মা সুস্থ ছিলেন। কিন্তু আমার মায়ের সঠিক চিকিৎসা না হওয়ায় ভুল চিকিৎসায় করায় ইনজেকশন দিয়েই আমার মাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন। তাই দিনাজপুরের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তিনি দাবি করে বলেন আমি এর সঠিক বিচার চাই। মৃত ব্যক্তির সন্তান মো. জাকির হোসেন সাংবাদিকদের আরো বলেন, আমার মায়ের মৃত্যুর জন্য দায়ি থাকবেন এই বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চেক-আপ স্পেশালাইজড হসপিটালের কর্মরত চিকিৎসকেরা এবং যে সমস্ত চিকিৎসকেরা ভুল চিকিৎসা দিয়ে আমার মায়ের মৃত্যুর ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।