আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, আগামীতে ক্ষমতায় গিয়ে যারাই ফ্যাসিস্ট ও স্বৈরাচারি আচরণ করবে তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে।
শনিবার (৯ আগস্ট ২০২৫) দিনাজপুর কালিতলা প্রেসক্লাব মিলনায়তনে ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, গত সাড়ে ১৫ বছরে রাজনৈতিক নেতারা ফাঁসির মুখোমুখি হয়েছেন এবং সাংবাদিকরা আন্দোলনের বাইরে থাকতে পারেননি। এ সময় তিনি সাংবাদিকদের সুরক্ষায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বিএফইউজের) সহকারী মহাসচিব ড. সাদেকুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক আবু বকর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম। খুরশিদ আলম জানান, গত ১৬ বছরে ৬৬ জন সাংবাদিক জীবন দিয়েছেন, সর্বশেষ গাজীপুরে আসাদুজ্জামান শাহিন নিহত হয়েছেন। তিনি বলেন, সাংবাদিকরা রাজনৈতিক নেতাদের পক্ষে থাকলে ভালো, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লিখলেই তারা শত্রু হয়ে যান।
জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল বলেন, জুলাই বিপ্লব চূড়ান্ত নয়, আরও বিপ্লব আসবে। রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে এবং বিভাজন সৃষ্টিকারীদের আশ্রয় দেওয়া যাবে না। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের অবদান পৃথিবীতে অনন্য, এবং ঘাতকদের বিচার না হওয়ায় তারা জীবন দিয়ে যাচ্ছেন।
আলোচনা শেষে দিনাজপুরের শহীদ রবিউল ইসলাম রাহুলের পিতা মুসলেম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিদেরও সম্মাননা দেওয়া হয়।