মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সারজিসের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

প্রতিবেদক
admin
আগস্ট ১২, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে। সামাজিকমাধ্যমে তার দেওয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে গাজীপুরের আদালতে মানহানির মামলার আবেদন করেছে দলটির এক নেতা।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি দায়ের করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

মামলার আবেদনে বলা হয়, সাংবাদিক তুহিনকে একটি অপরাধী চক্র নির্মমভাবে হত্যা করে। ঘটনার পেছনে চক্রটির অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে। অথচ ঘটনার প্রকৃত কারণ না জেনে সারজিস আলম তার ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিএনপিকে দায়ী করে একের পর এক অপপ্রচার চালান। এতে দল ও নেতাকর্মীদের সম্মান ক্ষুণ্ন হয়েছে।

তানভীর সিরাজ বলেন, সারজিস আলমের এই বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করেছেন, তুহিন হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এরপরও এমন অপপ্রচার বরদাশতযোগ্য নয়। দলের কেন্দ্রীয় নির্দেশনায় আমি এই মামলা করেছি।

আদালত মঙ্গলবার দুপুরে মামলার শুনানি গ্রহণ করে। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নেন এবং তদন্তের দায়িত্ব দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, সারজিস আলম শুধু এই ঘটনাই নয়, অতীতেও বিভিন্ন সময় বিএনপিকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালিয়েছেন। এটি দলের কর্মীদের মনোবলে আঘাত করেছে। এখন আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন, আশা করছি নিরপেক্ষ তদন্তে সত্য উন্মোচিত হবে।

মামলায় সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির দাবি জানানো হয়েছে।

এদিকে মামলার বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। একপক্ষ এটিকে রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত বললেও, অন্যপক্ষ বলছে এটি মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

তবে বাদীপক্ষ জোর দিয়ে বলছে, এটি কোনো মত বা মতাদর্শের বিরুদ্ধে নয়, বরং একটি নির্দিষ্ট ও প্রমাণযোগ্য অপপ্রচারের বিরুদ্ধে আইনি প্রতিকার। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বিবিসির বিশ্লেষণ : কাশ্মিরে হামলা : কোন পথে যাবে ভারত, হামলা করবে পাকিস্তানে?

দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম

ইউনূস-তারেক বৈঠক হতে পারে ‘টার্নিং পয়েন্ট’: ফখরুল

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে মোট ৭ জন গ্রেপ্তার

জুলাই থেকে বাড়ছে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানেকালে জনতা কর্তৃক দু্ই পুলিশ কর্মকর্তা

দিনাজপুর গুলশান মার্কেটে চাঁদা না দেয়ায় মোবাইল শো-রুম ভাংচুর ও লুটপাট

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দলের কিনার মৃত্যু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

পালানোর গুঞ্জনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন আবদুল হামিদ