রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ইউক্রেন যুদ্ধ বন্ধে যে শর্ত দিলেন পুতিন

প্রতিবেদক
admin
আগস্ট ১৭, ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)  ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার নতুন পর্বে মুখোমুখি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকে যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব দিয়েছেন পুতিন।

পুতিনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, যদি ইউক্রেন পূর্বাঞ্চলের পুরো দনবাস অঞ্চল ছেড়ে দেয়, তবে রাশিয়া দক্ষিণ ইউক্রেনের খেরসন ও জাপোরিঝঝিয়া ফ্রন্টে আগ্রাসন থামাবে।

যদিও বৈঠক শেষে তাৎক্ষণিকভাবে কোনো চুক্তির ঘোষণা আসেনি। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আলোচনাটি ছিল জটিল এবং এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

তবে আলোচনার বিষয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পক্ষে এবং রাশিয়া সেই অবস্থানকে সম্মান জানায়। শান্তিপূর্ণ সমাধানই এখন একমাত্র পথ বলে উল্লেখ করেন তিনি।

পুতিন বলেন, ট্রাম্পের সঙ্গে আমাদের আলোচনা ছিল একেবারে খোলামেলা। যুক্তরাষ্ট্রও চায় যুদ্ধ বন্ধ হোক। আমরাও চাই কূটনৈতিকভাবে সমস্যার সমাধান হোক।

অন্যদিকে, ট্রাম্প সামাজিকমাধ্যমে জানান, এটি কোনো সাময়িক যুদ্ধবিরতির আলোচনা নয়। বরং একটি স্থায়ী শান্তিচুক্তির পথ তৈরির চেষ্টা চলছে। তিনি দাবি করেন, পুতিনের সঙ্গে তার দিনটি ছিল ‘অত্যন্ত সফল’।

এছাড়া, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনালাপ করেছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সেই কথোপকথন খুব একটা ইতিবাচক ছিল না।

রয়টার্স জানায়, জেলেনস্কিকে পুতিনের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, কিয়েভের সামরিক সক্ষমতা মস্কোর চেয়ে অনেক কম। তাই যুদ্ধ দীর্ঘায়িত না করে কিছু ভূখণ্ড ছেড়ে শান্তিপূর্ণ সমাধানের পথে এগোনো উচিত।

তবে এই আলোচনার মাঝেই থেমে নেই যুদ্ধ। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, মাত্র এক রাতেই রাশিয়া ৮৫টি শাহেদ ড্রোন ও একটি ইস্কান্দার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিয়েভ দাবি করেছে, এর মধ্যে ৬১টি ড্রোন তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

এদিকে মস্কো জানিয়েছে, দোনেৎস্ক ও নিপ্রোপেত্রোভস্কে নতুন দুটি গ্রাম তাদের নিয়ন্ত্রণে এসেছে। সূত্র: রয়টার্স

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত