বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মামলা প্রত্যাহার হচ্ছে

প্রতিবেদক
admin
আগস্ট ২০, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিপক্ষ দলের নেতাকর্মীদের ঘায়েলের উদ্দেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছিল- এমন ১৬ হাজার ৪২৯টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাত ৮টা ১৩ মিনিটে অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার উদ্দেশে আইনকে অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব মামলা অভিযুক্ত ও তাদের পরিবারের জন্য গভীর ভোগান্তি ডেকে এনেছে, একইসঙ্গে রাজনৈতিক ও বিচারব্যবস্থাকেও বিকৃত করেছে।

পোস্টটিতে আরও বলা হয়, মোট ১৬ হাজার ৪২৯টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো অন্যায্য হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা কমানো এবং নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ তৈরি করা।

মামলা প্রত্যাহারের এই পদক্ষেপ কেন গুরুত্বপূর্ণ, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে ওই পোস্টে।

ব্যাখ্যায় বলা বলছে, এসব মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে যারা অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছিল, তাদের ন্যায়বিচার ফিরিয়ে দেওয়া হবে এবং একটি ন্যায্য রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে। ফলে নির্বাচনে আরও বিস্তৃত অংশগ্রহণ সম্ভব হবে।’

‘এছাড়া শেষ পর্যন্ত এই সংস্কার, বিচারব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াবে এবং আরও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পথ সুগম হবে।’ -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক