শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ঘোড়াঘাটে পরীক্ষাকেন্দ্রে উত্তর শিখিয়ে না দেওয়াকে কেন্দ্র করে বিরোধ ও হামলা

প্রতিবেদক
admin
আগস্ট ২৩, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ

মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের ঘোড়াঘাটে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নের উত্তর শিখিয়ে না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৭ আগস্ট ২০২৫, রবিবার  রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণরামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, বাদীর মেয়ে এবং ভাতিজা রেজাউল করিমেট মেয়ে দু’জনেই চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষাকেন্দ্রে একজন আরেকজনকে প্রশ্নের উত্তর শিখিয়ে না দেওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে অভিভাবক পর্যায়ে পৌঁছে যায়। এরপর তাঁর ভাতিজা ও ভাতিজার স্ত্রী জাহাঙ্গীর ও তাঁর মেয়েকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং পরীক্ষা শেষে দেখে নেওয়ার হুমকি দেয়।

ঘটনার জের ধরে পরীক্ষার শেষ দিনে রাতে পারিবারিক আলোচনার সময় মুখোশধারী একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা জাহাঙ্গীর, তাঁর ছোট ভাই, ভাবি এবং পরে ছুটে আসা বড় ভাই ও মেয়ের জামাইকেও বেধড়ক মারধর করে। জাহাঙ্গীর জানান, তিনি কোনোভাবে পালিয়ে গিয়ে ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চান।

এ সময় হামলাকারীরা তাঁর ছোট ভাইয়ের ঘরের তোষকের নিচ থেকে নগদ ৫০ হাজার টাকা এবং ভাবির কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তারা জাহাঙ্গীর ও তার মেয়ে জামাই রব্বানীকে খুঁজে পেলে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরে স্থানীয় গ্রাম পুলিশ ওয়াদুদ মিয়াকে ঘটনাস্থলে পাঠানো হলে তিনি তদন্ত করে ঘোড়াঘাট থানায় যোগাযোগের পরামর্শ দেন।

জাহাঙ্গীর আলম ও তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে চরম আতঙ্ক ও মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন বলে জানান। তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা মিথ্যা। তবে বাদী জাহাঙ্গীর আলম অভিযোগটি তুলে নিবেন বলে অবহিত করেছেন।

এদিকে অভিযোগের বাদী জাহাঙ্গীর আলম অভিযোগ তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি অভিযোগের আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল

শুক্রবার দেশে আসবে ওসমান হাদির মরদেহ, জানাজা-দাফনের সিদ্ধান্ত পরে

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে রাশিয়ার অবস্থান কী?

দেশে ফিরে তারেক রহমানও কি এসএসএফ সুবিধা পাবেন?

ভিএসডিএ-এর উদ্যোগে চাঁদগঞ্জে জলবায়ু পরিবর্তন নিয়ে তারুণ্যের অগ্নিশপথ

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ না গেলে কী হবে? আইসিসির সামনে কঠিন যে পথ

ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী, জানালেন ফখরুল

ফজলুর রহমানের বক্তব্য ঘিরে বিএনপিকে হেফাজতের কড়া হুঁশিয়ারি