মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বিরামপুর উপজেলা কমা-ের আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) সংগঠনের কার্যালয়ে উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণের সমর্থনে সামসুদ্দিন ম-ল আবুলকে আহবায়ক ও মোস্তাক হোসেন মাষ্টারকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।
এ উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা কমা-ের আহবায়ক মকছেদ আলী মঙ্গলিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমা-ের আহবায়ক মকছেদ আলী মঙ্গলিয়া, সদস্য সচিব ছিদ্দিকুল হক বাচ্চু, উপজেলা বিএনপি’র সভাপতি শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সাবেক সভাপতি মোজাম্মেল হক প্রমূখ। আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক ইছাহাক আলী, সদস্য শফিকুল ইসলাম, নিয়ামুল হক, রিয়াদ আলী, ও তাহের উদ্দিন আহমেদ।