আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কার ভাড়া করে চালককে জিম্মি করে ছিনতাইয়ের তিন দিন পর দিনাজপুরের বিরামপুর থেকে গাড়িসহ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বিরামপুর পৌর শহরের কলেজ বাজার এলাকায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান ওরফে বকুলের দোকানের সামনে থেকে তাঁদের আটক করা হয়। এ সময় গাড়িটিও জব্দ করা হয়।
গাড়ির মালিক গাজীপুরের কালিয়াকৈরের রাখালিয়া ছালা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম (৩৭)। তিনি পেশায় গাড়িচালক। ছিনতাইয়ের ঘটনায় তিনি গত ৩০ আগস্ট রূপগঞ্জ থানায় মামলা করেছিলেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, প্রাইভেট কার ছিনতাইয়ের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে গাড়িটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
গ্রেপ্তার অন্যরা হলেন, বিরামপুর পৌর শহরের শিমুলতলী মহল্লার আবু হোসেন মোস্তফা কামাল (২৯), রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়াচর গ্রামের সাখাওয়াত হোসেন (৫২), নারায়ণগঞ্জের রূপগঞ্জের কামরুল হোসেন (৪১) এবং একই এলাকার মাসুদ রানা ওরফে শুভ (৪২)।
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, ৩০ আগস্ট সকাল ১০টার দিকে গাজীপুরের শফিপুরে রেন্ট-এ-কার স্ট্যান্ড থেকে বিয়েবাড়িতে যাওয়ার কথা বলে গাড়িটি ভাড়া নেয় ছিনতাইকারীরা। ভাড়া নির্ধারণ হয় ৪ হাজার ৫০০ টাকা।
গাড়িটি দুপুরে নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার বরপা এলাকায় ইউএস বাংলা হাসপাতালের সামনে পৌঁছালে যাত্রী পরিচয়ে আরও কয়েকজন উঠে পড়ে। পরে চালক আমিনুল ইসলামকে একটি মসজিদের সামনে মারধর করে হাসপাতালের পূর্ব পাশে একটি ঘরে আটকে রাখে। তাঁকে দুই ঘণ্টা জিম্মি করে মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করা হয়। পরে ফের মারধর করে গাড়ি, কাগজপত্র, মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। অন্য একটি গাড়িতে করে তাকে গাউছিয়া সেতুর কাছে ফেলে পালিয়ে যায় তারা।
পুলিশ জানায়, বগুড়ার শেরপুরের গাড়ি ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের কাছে খবর আসে যে বিরামপুরে এক যুবলীগ নেতা গাড়ি বিক্রি করতে চাইছেন। তিনি মঙ্গলবার দুপুরে গাড়িটি দেখতে গিয়ে মালিকানা নিয়ে সন্দেহ হলে নিবন্ধন নম্বর যাচাই করে নিশ্চিত হন যে গাড়িটি ছিনতাই হওয়া। পরে থানায় খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে গাড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।


















